Durga Puja 2025 : মেট্রো স্টেশন থেকে ঠিক কতটা দূরে পুজোর মণ্ডপ! বলে দেবে এই অ্যাপ, ফোনে নামিয়ে রাখুন পুজোর আগে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Durga Puja 2025- পুজোয় শহর-মফস্বলের ভিড় সামলানো, নিরাপত্তা নিশ্চিত করা এক বিরাট চ্যালেঞ্জ পুলিশের কাছে। এবছর দুর্গা পুজো ঘিরে কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ—'Pujo Bondhu' অ্যাপ। এই অ্যাপ সাধারণ দর্শকদের খুবই সহায়তা করবে বলে দাবি পুলিশের।
advertisement
1/5

সারা বছর ধরে বাঙালির অপেক্ষা। আর কয়েক প্রহর পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। কেউ ভালবাসেন রাত জেগে ঠাকুর দেখতে। কারও আবার উৎসব কাটে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে। আজকের এই প্রতিবেদন তাঁদের জন্য যাঁরা ঠাকুর দেখতে ভালবাসেন।
advertisement
2/5
পুজোয় শহর-মফস্বলের ভিড় সামলানো, নিরাপত্তা নিশ্চিত করা এক বিরাট চ্যালেঞ্জ পুলিশের কাছে। এবছর দুর্গা পুজো ঘিরে কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ—'Pujo Bondhu' অ্যাপ। এই অ্যাপ সাধারণ দর্শকদের খুবই সহায়তা করবে বলে দাবি পুলিশের।
advertisement
3/5
প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ। একশোরও বেশি বিখ্যাত পুজোর তথ্য থাকবে অ্যাপে। শহরতলির বড় পুজোর তথ্যও থাকবে। প্রতিটি মণ্ডপের ছবি থাকবে অ্যাপে।
advertisement
4/5
পুজোর ভিড় মানেই অনেকে সমস্যায় পড়েন। এই অ্যাপ মুশকিল আসান হতে পারে। আপনার কাছাকাছি কোথায় এটিএম, বাসস্টপ, পার্কিং-এর ব্যবস্থা রয়েছে, তা জানতে পারবেন অ্যাপ মারফত।
advertisement
5/5
মেট্রো স্টেশন থেকে ঠিক কতটা দূরে পুজো মণ্ডপ, সেটাও জানতে পারবেন এই অ্যাপে। পুলিশ জানিয়েছে, এই অ্যাপ সবার পুজো বন্ধু হিসেবে থাকবে।