Durga Puja 2023: মাত্র ৪৫০ টাকায় বাসে করে কলকাতার বড় বড় মণ্ডপ দেখাবে WBTC, পুজোয় দুর্দান্ত প্যাকেজ
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Durga Puja 2023: শহরবাসীর জন্য দুর্দান্ত পুজো গাইড প্যাকেজ নিয়ে এল রাজ্য সরকারের পরিবহন দফতর
advertisement
1/11

কলকাতা: পুজোয় বাকি আর হাতে মাত্র কটা দিন। এরই মধ্যে শহরবাসীর জন্য দুর্দান্ত পুজো গাইড প্যাকেজ নিয়ে এল রাজ্য সরকারের পরিবহন দফতর। এর নাম দেওয়া হয়েছে '২০২৩ পুজো পরিক্রমা'। (প্রতীকী ছবি)
advertisement
2/11
সপ্তমী, অষ্টমী এবং নবমীতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। এসপ্ল্যানেড বাস টার্মিনাল থেকে এই বাস ছাড়বে সকাল ৮ টায়। শোভাবাজার রাজবাড়ি, বেহালা রায় বাড়ি, বেলুড় মঠ-সহ একগুচ্ছ বনেদি বাড়ির পুজোয় নিয়ে যাবে এই বাস। ভাড়া মাথাপিছু ১৯০০ টাকা। সেই সঙ্গে দশর্নাথীরা পাবেন সকাল, দুপুর, বিকালের খাবার। (প্রতীকী ছবি)
advertisement
3/11
সপ্তমী এবং নবমীতে আরেকটি বাস ছাড়বে। বারাসত কলোনি মোড়, ডানলপ মোড় এবং ব্যারাকপুর থেকে এই বাস ছাড়বে। ভাড়া মাথাপিছু ৪৫০ টাকা। সকাল ৯টা ১৫ মিনিটে এই বাস ছাড়বে। (প্রতীকী ছবি)
advertisement
4/11
ব্যারাকপুরের ক্ষেত্রে সাড়ে ৮টা। একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা, কলেজ স্কোয়ার, বাগবাজার- সহ শহরের একাধিক মণ্ডপে নিয়ে যাবে এই বাস। (প্রতীকী ছবি)
advertisement
5/11
এর সঙ্গে সপ্তমী এবং নবমীতে বারাসত থেকে আরেক বাস পরিষেবা আছে। তবে এটি এসি বাস পরিষেবা। সিংহী পার্ক, বাদামতলা, কলেজ স্কোয়ার- সহ একাধিক মণ্ডপে ঘুরিয়ে আনবে। মাথাপিছু খরচ ১৯০০ টাকা। বাসে স্ন্যাক্স এবং চা-কফি এবং দুপুরে খাবার পরিবেশন করা হবে। (প্রতীকী ছবি)
advertisement
6/11
অষ্টমীর দিন এসপ্ল্যানেড থেকে ভোর ৫টায় এবং বারাসত থেকে ভোর ৪টে ১৫তে বাস ছাড়বে। এই বাস পরিষেবায় কামারপুর জয়রামবাটি পুজো দর্শন কারনো হবে।(প্রতীকী ছবি)
advertisement
7/11
নন-এসি এই বাসটির জনপ্রতি ভাড়া এসপ্ল্যানেড থেকে ৬০০ টাকা এবং বারাসাত থেকে ৭০০ টাকা। বাসে স্ন্যাক্স এবং চা-কফি দেওয়া হবে। বাসের বাইরে এসি ট্রামের পরিষেবা থাকছে সপ্তমী, অষ্টমী এবং নবমী সকালে। ভাড়া মাথা পিছু ৬০০ টাকা।(প্রতীকী ছবি)
advertisement
8/11
কাশিবোস লেন, হাতিবাগান, একডালিয়া, সিংহীপার্ক-সহ আরও বেশ কিছু মণ্ডপে নিয়ে যাওয়া হবে। স্ন্যাক্স এবং চা-কফি যাত্রীদের দেওয়া হবে।(প্রতীকী ছবি)
advertisement
9/11
এই পরিষেবাগুলির বাইরে একাধিক পরিষেবা রয়েছে পুজোর সময়ে। WBTC ওয়েবসাইটে এই বিষয়ে পিডিএফ আখার সমস্ত কিছু দেওয়া রয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
10/11
বুকিং জন্য অনলাইন এবং অফলাইনে করা যাবে। অনলাইনের জন্য https://wbtconline.in/home ওয়েবসাইট মারফত করা যাবে।(প্রতীকী ছবি)
advertisement
11/11
অফলাইনের জন্য কলকাতা এবং শহরতলিতে ১৩টি কাউন্টার রয়েছে। এর বাইরে হোয়াটসঅ্যাপেও এই বিষয়ে তথ্য পাওয়ার জন্য নম্বর জারি করা হয়েছে। নম্বরটি হল- ৯৮৩০১৭৭০০০(প্রতীকী ছবি)