TRENDING:

Durga Puja 2023: নেতাজির পুজো কুমারটুলি সর্বজনীন! আজও বয়ে চলেছে ঐতিহ‍্য

Last Updated:
এই পুজো আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর পুজো।
advertisement
1/6
নেতাজির পুজো কুমারটুলি সর্বজনীন! আজও বয়ে চলেছে ঐতিহ‍্য
মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই বাঙালি মেতে উঠবে শ্রেষ্ঠ উ‍ত্‍সবকে কেন্দ্র করে। বনেদি বাড়ির পুজোই হোক বা প‍্যান্ডেলের বারোয়ারি পুজো, বহু বছর ধরেই বেশ কিছু পুজোকে কেন্দ্র করে আজও থাকে বিশেষ উত্তেজনা। তেমনই একটি পুজো হল কুমারটুলি সর্বজনীনের মন্ডপের পুজো। এই পুজো আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর পুজো।
advertisement
2/6
নেতাজির সভাপতিত্বে সেদিন পুজোর ভাবনাটাই বদলে গিয়েছিল কুমারটুলি সর্বজনীনের মন্ডপে।‌ সালটা ছিল ১৯৩৮। ১৯৩১ থেকে ২০২৩ ঐতিহ্যের পুজো কুমারটুলিতে আজও নেতাজির স্মৃতিচারণ।
advertisement
3/6
কুমারটুলি সর্বজনীনের পুজো তাই আজও নেতাজির পুজো বলেই খ্যাত। ১৯৩৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সভাপতিত্বের আসন দেওয়া হয়েছিল।
advertisement
4/6
সে বছরই প্রতিমা আগুনে পুড়ে যায়। পঞ্চমীর দিন এক রাতেই প্রতিমা তৈরি করেন গোপেশ্বর পাল।
advertisement
5/6
এক চালা থেকে পাঁচ চালা প্রতিমায় আধুনিকতার ছোঁয়া আনেন জি পাল। কুমারটুলির শিল্পীদের শিল্পী সত্তা ও তার সঙ্গে বাংলার শিল্পকলার যে সম্পর্ক।
advertisement
6/6
সেই সম্পর্ক এখন প্রযুক্তির কড়াল গ্রাসে। সেই ভাবনায় এবার কুমারটুলি সর্বজনীনের থিম লড়াই।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Durga Puja 2023: নেতাজির পুজো কুমারটুলি সর্বজনীন! আজও বয়ে চলেছে ঐতিহ‍্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল