TRENDING:

Durga Puja 2023: জগৎ মুখার্জি পার্কের ৮৭তম পুজোয় শিল্পের ছোঁয়া, ফুলকুমারীদের জীবনগাথা মণ্ডপসজ্জায়

Last Updated:
Durga Puja 2023: জগৎ মুখার্জি পার্কে শিল্প জগতের এক অনাবৃত কাহিনি। ফুলকুমারী। যার আসল নাম কেউ জানে না। ১৬ বছর বয়স থেকেই হবু শিল্পীদের তুলির টানে যার অনাবৃত রূপ ফুটে উঠেছে ক্যানভাসে।
advertisement
1/5
জগৎ মুখার্জি পার্কের ৮৭তম পুজোয় শিল্পের ছোঁয়া, ফুলকুমারীদের জীবনগাথা মণ্ডপসজ্জায়
উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজোয় এবার ৮৭তম বর্ষ। শিল্পী পরিমল পালের ভাবনায় ‘ফুল কুমারী’। আর্ট কলেজের হবু শিল্পীদের শিল্পসত্তা জাগ্রত করার পিছনে যাঁরা থাকেন সেই ‘ফুলকুমারী’দের জীবনগাথা এবার মণ্ডপসজ্জায়।
advertisement
2/5
জগৎ মুখার্জি পার্কে শিল্প জগতের এক অনাবৃত কাহিনি। ফুলকুমারী। যার আসল নাম কেউ জানে না। ১৬ বছর বয়স থেকেই হবু শিল্পীদের তুলির টানে যার অনাবৃত রূপ ফুটে উঠেছে ক্যানভাসে। সেই রকমই এক কর্মশালা এবার জগত মুখার্জি পার্কের মন্ডপ সজ্জায়।
advertisement
3/5
মন্ডপে ঢুকতেই আঁকাবাঁকা সরলরেখায় টানেল অতিক্রম করে একেবারে মূল মণ্ডপ সজ্জায়। জীবনের পথ যেমন উঁচু নিচু নানা রকম বাধা-বিপত্তির বেরিয়ে আসতে হয়। ঠিক সেভাবেই মূল মণ্ডপে ঢুকতে হবে।
advertisement
4/5
মূল মণ্ডপের সামনেই বিশাল ফুলকুমারীর প্রতিকৃতি। আর মণ্ডপে ঢুকলেই ইতস্তত ক্যানভাস আর পোর্ট্রেট। সঙ্গে রং তুলি ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্পীর স্টুডিও।
advertisement
5/5
দেবীর প্রতিমাতেও শিল্পের ছোঁয়া রয়েছে। বিশালাকার প্যালেটে রয়েছে দেবী দুর্গার সন্তান-সন্ততি। এভাবেই শিল্পী তাঁর তুলিতে ভর করে কল্পনাকে ডানা মেলে দিতে প্রশ্রয় দিচ্ছেন এই দুর্গামণ্ডপে। পুজোয় একবার ঢুঁ মেরে আসবেন নাকি!
বাংলা খবর/ছবি/কলকাতা/
Durga Puja 2023: জগৎ মুখার্জি পার্কের ৮৭তম পুজোয় শিল্পের ছোঁয়া, ফুলকুমারীদের জীবনগাথা মণ্ডপসজ্জায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল