Durga Puja 2023: পুজোয় বাস নিয়ে টেনশন আর থাকবে না! রাস্তায় নামছে প্রচুর বাস, জানুন রুট
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
কলকাতার বহু জায়াগায় পঞ্চমী থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু করে পুলিশ। বিভিন্ন রুটে বন্ধ করে দেওয়া হয় অটো। সেই কারণে যাত্রীদের পুজোয় প্রতিমা দর্শনে সাহায্য করতে সচল থাকবে বাস চলাচল।
advertisement
1/5

পুজোর বাকি আর কয়েক দিন। গত কয়েক বছর ধরে রাতের জেগে ঠাকুর দেখা অনেক বেড়ে গেছে। তাই, যাত্রী সুবিধার্থে বাস-মেট্রো চলাচল বাড়ানো হয়ছিল।
advertisement
2/5
তাই, ইতিমধ্যে পঞ্চমী, ষষ্ঠীতেও গভীর রাত পর্যন্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করেছেন মেট্রো কর্তৃপক্ষ। সেই সঙ্গে পুজোর পঞ্চমী থেকেই সারা রাত বাস চালানোর কথা জানিয়েছেন বেসরকারি বাসমালিকেরা।
advertisement
3/5
কলকাতার বহু জায়াগায় পঞ্চমী থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু করে পুলিশ। বিভিন্ন রুটে বন্ধ করে দেওয়া হয় অটো। সেই কারণে যাত্রীদের পুজোয় প্রতিমা দর্শনে সাহায্য করতে সচল থাকবে বাস চলাচল।
advertisement
4/5
নিউ টাউন, ভিআইপি রোড, সল্টলেক, ইএম বাইপাস, বি টি রোড, গড়িয়াহাট, টালিগঞ্জ, এসপ্লানেড, ডায়মন্ড হারবার রোডের একাধিক রুটে যেখানে যাত্রীর পাওয়া যায়, সেখানেই বাস চালানোর ক্ষেত্রে আগ্রহী বিভিন্ন মালিক সংগঠনগুলি।
advertisement
5/5
পাশাপাশি, রাতে বাস চললেও যাত্রীদের চাহিদা বেড়ে যায়, জানাচ্ছে বিভিন্ন বাসমালিক সংগঠন। মোটের উপরে যাত্রী থাকলে তবেই শহরের গুরুত্বপূর্ণ রুটে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত সারা রাত বাস চলবে।