TRENDING:

Shatrughan Sinha in Durga Puja: 'স্থাপত্যের আদিরূপ' ফুটে উঠল মানিকতলা চালতাবাগান পুজোয়, উদ্বোধনে শত্রুঘ্ন, শশীরা

Last Updated:
যে যুগে যন্ত্রপাতি ছিল না, সেই সময়েও তো কত শত কালজয়ী, অসামান্য স্থাপত্য তৈরি হয়েছে! দে কথাই যেন মনে করিয়ে দিত চাইলেন মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটির সদস্যরা।
advertisement
1/6
'স্থাপত্যের আদিরূপ' ফুটে উঠল মানিকতলা চালতাবাগান পুজোয়, উদ্বোধনে শত্রুঘ্ন, শশীরা
এ বারের থিম 'স্থাপত্যের আদিরূপ'। দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পই ফুটে উঠবে কলকাতার অন্যতম নামকরা এবং ঐতিহ্যবাহী দুর্গাপুজোর মণ্ডপে।
advertisement
2/6
মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো। ৮০ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। দক্ষিণ ভারতের মন্দিরে যে ধৎনের মূর্তি স্থাপিত রয়েছে, তারই আদলে তৈরি হয়েছে মানিকতলা চালতাবাগান লোহাপট্টির দুর্গাপ্রতিমা।
advertisement
3/6
যে যুগে যন্ত্রপাতি ছিল না, সেই সময়েও তো কত শত কালজয়ী, অসামান্য স্থাপত্য তৈরি হয়েছে! দে কথাই যেন মনে করিয়ে দিত চাইলেন মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটির সদস্যরা।
advertisement
4/6
গত ২৭ সেপ্টেম্বর থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মণ্ডপ। সে দিন আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন নামজাদা ব্যক্তিরা।
advertisement
5/6
যাঁদের মধ্যে অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহা, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কবি শ্রীজাত, বিধায়ক বিবেক গুপ্ত, রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা প্রমুখ।
advertisement
6/6
প্রদীপ জ্বেলে, ঢাক বাজিয়ে, মহা ধুমধামে উদ্বোধন করা হল মানিকতলার এই পুজো। পুজোর চার দিনও যে এই মণ্ডপে প্রবর ভিড় হবে, তা এখন থেকেই স্পষ্ট।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Shatrughan Sinha in Durga Puja: 'স্থাপত্যের আদিরূপ' ফুটে উঠল মানিকতলা চালতাবাগান পুজোয়, উদ্বোধনে শত্রুঘ্ন, শশীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল