TRENDING:

Durga Puja 2021: রাজনীতিতে কাঁধে কাঁধ! 'ছেড়ে দেব না!' পুজোর লড়াইয়ে জোর টক্কর সতীর্থদের পরস্পরের...

Last Updated:
Durga Puja 2021: এবারও নজরে তৃণমূলের এই নেতা-মন্ত্রীরাই। নেতাদের মুখেই শোনা যাক কী বলছেন তাঁরা।
advertisement
1/13
রাজনীতিতে কাঁধে কাঁধ! 'ছেড়ে দেব না!' পুজোর লড়াইয়ে জোর টক্কর সতীর্থদের
২০২১ এর লড়াই লড়েছিলেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। কারও বিরুদ্ধে, বিরোধী দলের নেতারা তোপ দাগলেই রে রে করে ঝাঁপিয়ে পড়তেন বাকিরাও। ভোট পুজো শেষ। শেষ বাংলার নির্বাচন। ভোট পুজো মিটতেই শুরু দূর্গা পুজোর লড়াই। আর সেখানেই লড়াই শুরু দলের সতীর্থদের। আর এখানেই পুজোর মজা বা পুজোকে ঘিরে শিল্পের মজা।এই পুজোর লড়াইয়ে যারা আছেন তারা হলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিষ কর্মকার ও সুজিত বোসরা। উত্তর ও দক্ষিণের এই পুজো কর্তাদের লড়াই এবার চোখে পড়ার মতো। একই রাজনৈতিক দলের সমর্থক ও সক্রিয় সদস্য হয়েও আজ পুজোর-ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়ছেন না কেউ কাউকে।
advertisement
2/13
পুজোর লড়াইয়ের প্রথম নাম সুব্রত মুখোপাধ্যায় ও একডালিয়া। ৭৯ বছরের এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। এই পুজো কখনও মেয়রের পুজো, কখনও মন্ত্রীর পুজো, কখনও বা শুধুই নেতার পুজো নামেই পরিচিত হয়ে গেছে। তিনি অবশ্য বলছেন, "এই পুজো কারও নামে নয়। এই পুজোয় একডালিয়ার টানেই মানুষ আসেন ছুটে৷" একডালিয়া পুজোর বিশেষত্ব হল এই পুজোয় কোনও থিম নেই। জাঁকজমকের এই পুজোয় মন্ডপ অবশ্য দর্শনীয় থাকে। বাড়তি পাওনা একটাই একডালিয়ার আলোকসজ্জা। রাজকীয় ঝাড়বাতিতে উজ্জ্বল একডালিয়া।
advertisement
3/13
তিনি অবশ্য বলছেন, "এই পুজো কারও নামে নয়। এই পুজোয় একডালিয়ার টানেই মানুষ আসেন ছুটে৷" একডালিয়া পুজোর বিশেষত্ব হল এই পুজোয় কোনও থিম নেই। জাঁকজমকের এই পুজোয় মন্ডপ অবশ্য দর্শনীয় থাকে। বাড়তি পাওনা একটাই একডালিয়ার আলোকসজ্জা। রাজকীয় ঝাড়বাতিতে উজ্জ্বল একডালিয়া।
advertisement
4/13
সুব্রত মুখোপাধ্যায় অবশ্য বলছেন, "আমরা পুরষ্কারের পেছনে দৌড়ই না। আমাদের পুরষ্কার মানুষের উপস্থিতি।" তাই ফি বছর একডালিয়া না দেখলে পুজো দেখা হয় না। বাঙালির কাছে একডালিয়া আসলে 'এভারগ্রীন'।
advertisement
5/13
এবার আসা যাক দক্ষিণের আর এক নামকরা পুজোর কথায়। সুরুচি সঙ্ঘ। যে পুজো অরূপ বিশ্বাসের পুজো বলেই পরিচিত হয়ে আসছে৷ অনেকেই বলেন রাজ্যের পুজোকে যদি কেউ বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্যে শো-কেস করে তার মধ্যে অন্যতম নাম হল অরূপ বিশ্বাস।
advertisement
6/13
তাই তার পুজো নিয়ে বিশ্বাস ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিবার নতুন নতুন চমক, থিম সং, পোস্টার পুজো ঘিরে সবটাই অরূপের হাতের তালুর মতো। পুজো নিয়ে তিনি এতটাই খুঁতখুঁতে যে কোথাও একটা ছোট আলো না জ্বললেও সেটা তার নজর এড়ায় না।
advertisement
7/13
রাজ্যের বর্তমান বিদ্যুৎ  মন্ত্রী অরূপ বিশ্বাস অবশ্য বলছেন, "আমরা যেটা করি তা থেকে নজর ফেরাতে কেউ পারেনা। এ বছরের পুজো শেষ হলে আমরা আগামী বছরের পুজোর আয়োজন শুরু করে দিই। আর সেটাই আমাদের ইউএসপি। বাকিদের চেয়ে আমরা তাই অনেক এগিয়ে থাকি।"
advertisement
8/13
পুজোর লড়াইয়ে গত কয়েক বছর ধরে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে রাজ্যের আর এক মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসনিক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিমের পুজো৷ চেতলা অগ্রণীর পুজো আসলে পরিচিত 'ববি'র পুজো বলেই৷ মহালয়ার দিনে তার পুজোর চক্ষুদান করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
9/13
রাজকীয় মণ্ডপ ও মানানসই প্রতিমা বানিয়ে তারা জায়গা করে নিয়েছেন পুজো পাগলদের তালিকায়৷ ফিরহাদ হাকিম অবশ্য বলছেন, "কাউকে ছোট,বড় করা নয়। আমাদের পুজো আমাদের মতো। আমরা পুজোকে মানুষের মনে যে ভাবে নিয়ে যেতে পেরেছি তাতে মানুষ উৎসাহ নিয়ে আমাদের কাছে আসেন। আমরা জোর করে ভীড় দেখাই না।"
advertisement
10/13
এবার আসা যাক দক্ষিণের আর এক মন্ত্রীর পুজোয়। নাকতলা উদয়ন সঙ্ঘ আর পার্থ চট্টোপাধ্যায় এই দুটি নাম জড়িয়ে আছে। সাম্প্রতিক ঘটনা তুলে ধরা হয়েছে এই মন্ডপে। এবার অবশ্য মাতৃ বিয়োগের কারণে তিনি সেভাবে পুজোর সাথে যুক্ত নন। তবে নাকতলার পুজো বলতেই তার কথা মনে পড়ে। তিনি অবশ্য বলছেন, "মানুষ ভালোবেসেই এখানে আসা যাওয়া করেন। আমরা মানুষের জীবন দর্শন দেখাই পুজোর আবহে।"
advertisement
11/13
মন্ত্রী না হলেও আর এক তৃণমূল নেতার পুজোও নজর কাড়ে। দক্ষিণের ত্রিধারা সম্মিলনী। অধুনা রাসবিহারীর বিধায়কের এই পুজো শহরের নজরকাড়া পুজো। দেবাশিষ কুমার অবশ্য বলছেন, "নেতা-মন্ত্রী দেখে পুজো হয় না। পুজো হয় নিষ্ঠায়। পুজো হয় মানুষের ভালোবাসায়৷ ত্রিধারা সেটা করে আসছে দীর্ঘদিন ধরেই।"
advertisement
12/13
তবে এদের সকলকে ছাপিয়ে পুজোর লড়াইয়ে এবার নজরে রাজ্যের মন্ত্রী সুজিত বসু। বুর্জ খলিফার উচ্চতা পুজোর লড়াইয়ে তার উচ্চতা আরও বাড়িয়ে দিয়েছে৷ তীব্র সমালোচনা হলেও তার প্যান্ডেল দেখতে হামলে পড়ছে ৮ থেকে ৮০।
advertisement
13/13
সুজিত বাবু অবশ্য বলছেন, "আমরা দেখাই বাকিরা আমাদের ফলো করে৷" তবে পুজোর স্বকীয়তা গত কয়েক বছরে বজায় রেখেছেন সুজিত বসু। এর বাইরেও একাধিক নেতা বা নেত্রীর পুজো অবশ্য নজরকাড়া আছে রাজ্য জুড়ে। কিন্তু এই সব পুজোর লড়াই না দেখলে অনেকেই বলেন ঠাকুর দেখা হল না।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Durga Puja 2021: রাজনীতিতে কাঁধে কাঁধ! 'ছেড়ে দেব না!' পুজোর লড়াইয়ে জোর টক্কর সতীর্থদের পরস্পরের...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল