TRENDING:

Durga Puja 2021|| সেজে উঠেছে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপ, দেখুন ছবিতে...

Last Updated:
Hindusthan Park Sarbojanin Durgatsav commitee pandal: এক মণ্ডপে ১৯ দুর্গা মূর্তি। অতিমারীর বন্ধন কাটিয়ে মুক্ত হওয়ার চেষ্টা। শিল্পী রাজু সরকারের ভাবনায় যা রূপ নিয়েছে মন্ডপসজ্জায়।
advertisement
1/5
সেজে উঠেছে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপ, দেখুন ছবিতে...
*এক মণ্ডপে ১৯ দুর্গা মূর্তি। অতিমারীর বন্ধন কাটিয়ে মুক্ত হওয়ার চেষ্টা। শিল্পী রাজু সরকারের ভাবনায় যা রূপ নিয়েছে মন্ডপসজ্জায়। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের এ বছরের ভাবনা 'উন্মোচন'।
advertisement
2/5
*অতিমারী অহমিকাকে পর্যুদস্ত করেছে। বিষাদগ্রস্ত মানব জীবন। সেই হতাশার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মত ডানা মেলে উড়তে চাইছে সভ্যতা।
advertisement
3/5
*মায়ের আগমনে সব জানালা খুলে যাবে এই বিশ্বাস। মা দুর্গা নিজেই যেখানে বেরিয়ে আসতে চাইছেন। প্লাস্টিকের মোড়কে আবদ্ধ বন্দিদশা থেকে। সেই ভাবনাই ফুটে উঠবে মণ্ডপের প্রতিটি কোনায়।
advertisement
4/5
*৯১ তম বছরে হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপসজ্জা মূলত লোহার পরিকাঠামোর ওপরে তৈরি হয়েছে। উত্তর কলকাতার বনেদি পুরনো বাড়ির আদলে সাজছে মন্ডপ। পুরনো বাড়ির খিলান ঘুলঘুলি আর খিড়কি দরজা দেখতে পাবেন দক্ষিণের এই মণ্ডপে। ।
advertisement
5/5
হিন্দুস্তান পার্ক সার্বজনীন অন্যতম দুই উদ্যোক্তা ডক্টর অরিজিৎ রায় চৌধুরী এবং সুতপা , বলেন, হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে ঢোকার আগেই দর্শকরা দেখতে পাবেন শরতের মেঘ ভেসে আছে মণ্ডপের উপরে।  তার সামনে বিশাল বড় পাখির ডানায়.. যেন স্বপ্ন উড়ান দিচ্ছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Durga Puja 2021|| সেজে উঠেছে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপ, দেখুন ছবিতে...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল