Durga Puja 2021 | Sovabazar Rajbari: শোভাবাজার রাজবাড়িতে ঐতিহ্যের মহাষ্টমী, ঠাকুরদালানে রীতি মেনে শুরু পুজো...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এই মুহূর্তে সেখানে মহাষ্টমীর পুজো শুরু হয়ে গিয়েছে। রাজবাড়ির সদস্যরা রয়েছেন গোটা পুজোর পরিচালনায়। ( Durga Puja 2021 | Sovabazar Rajbari)
advertisement
1/7

কলকাতা শহরের ইতিহাসের সঙ্গে যে বাড়ির পুজো একটি দীর্ঘ সময় পার করে এসেছে, তা হল শোভাবাজার রাজবাড়ির পুজো। এবছর এই ঐতিহাসিক পুজো পা দিল ২৬৫তম বছরে। (ছবি: অরুণিমা দে।)
advertisement
2/7
এই মুহূর্তে সেখানে মহাষ্টমীর পুজো শুরু হয়ে গিয়েছে। রাজবাড়ির সদস্যরা রয়েছেন গোটা পুজোর পরিচালনায়। ঠাকুরদালানে এই মুহূর্তে চলছে অষ্টমীর অঞ্জলি। (ছবি: অরুণিমা দে।)
advertisement
3/7
এ বছর ঐতিহাসিক এই পুজো ২৬৫তম বছরে পা দিল। প্রতিবার যেমন দর্শকরা ঠাকুরদালান পর্যন্ত যেতে পারেন। গত বছর থেকে করোনার জেরে দর্শকদের প্রবেশের ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। (ছবি: অরুণিমা দে।)
advertisement
4/7
তবে গত বছর যেমন কাউকেই সেভাবে প্রবেশ করতে দেওয়া না হয়নি, এ বারে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। তবে দালানের আগে পর্যন্ত দর্শকদের যেতে দেওয়া হচ্ছে। (ছবি: অরুণিমা দে।)
advertisement
5/7
উত্তর কলকাতায় বনেদিয়ানা আর আভিজাত্যের প্রতীক শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। এই রাজ পরিবারের দুটি ভাগ রয়েছে, বড় তরফ ও ছোট তরফ। (ছবি: অরুণিমা দে।)
advertisement
6/7
দুই পরিবারের দুটি ভিন্ন ভিন্ন বাড়ি। দুটিতেই দুর্গাপুজো হয়। বড় তরফ মূলত শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেবের দত্তক পুত্র গোপীমোহন দেবের বংশধরেরা। (ছবি: অরুণিমা দে।)
advertisement
7/7
ছোট তরফ রাজা নবকৃষ্ণের নিজ পুত্র রাজকৃষ্ণ দেবের বংশধরেরা। রাজা নবকৃষ্ণ ১৭৫৭ সালে বড় তরফের বাড়িতেই প্রথম দুর্গাপুজোর সূচনা করেন। তবে পরবর্তীকালে তিনি ছোট তরফের বাড়িতেও পুজোর প্রচলন করেন। সেটি তাঁর নিজ পুত্রের বংশধরদের হাত ধরে এগিয়ে চলেছে বলে এটিই শোভাবাজারের মূল রাজবাড়ির পুজো হিসাবে চিহ্নিত। (ছবি: অরুণিমা দে।)