Durga Puja 2021|| আজ মহালয়া, সেজে উঠেছে কলকাতা, উত্তর-দক্ষিণের ৮ পুজোর মণ্ডপসজ্জা দেখুন ছবিতে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Durga puja 20021 from south to north famous 8 pandel decoration: আজ মহালয়া (Mahalaya 2021)। পিতৃপক্ষের অবসানে সূচনা হল দেবীপক্ষের। ইতিমধ্যেই সেজে উঠেছে কলকাতা। শহরের উত্তর থেকে দক্ষিণের ৮টি পুজোর মণ্ডপের ছবি দেখুন...
advertisement
1/9

*আজ মহালয়া (Mahalaya 2021)। পিতৃপক্ষের অবসানে সূচনা হল দেবীপক্ষের। আগামী রবিবার পঞ্চমী। তবে আজ মহালয়ার বিকেল থেকেই শহরের বহু পুজো (Durga Puja 2021) মণ্ডপ খুলে দেওয়া হবে। ইতিমধ্যেই সেজে উঠেছে কলকাতা। শহরের উত্তর থেকে দক্ষিণের ১০টি পুজোর মণ্ডপের ছবি দেখুন...
advertisement
2/9
*কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে প্রথমবার নারীদের পৌরহিত্যে শামিল হওয়ার বার্তা দিতেই ৬৬ পল্লির এ বারের ভাবনা 'মায়ের হাতে মায়ের আবাহন'। সৃজনে শিল্পী দীপ দাশ এবং ঈশিকা চন্দ্র।
advertisement
3/9
*৬৪ পল্লির এ বারের থিমের পোশাকি নাম 'দামি পুজো'। বর্তমান সময়ে দাঁড়িয়ে তেল এবং গ্যাস অন্যতম মহার্ঘ দু'টি বস্তু। সেই তেল ও গ্যাসের সঙ্গে যুক্ত নানা জিনিষ ব্যবহার করা হচ্ছে মণ্ডপে। সেখান থেকেই থিমের এই নামকরণ। শিল্পী বিমান সাহার হাতে সেজে উঠেছে মণ্ডপ।
advertisement
4/9
চেতলা অগ্রণীর এ বছরের থিম 'অনুস্মরণ/ন হন্যতে'। সৃজনে শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। অতিমারি কেড়ে নিয়েছে আমাদের বহু আপনজন। অনাথ হয়েছে অগুনতি শৈশব। করোনা রোগীকে সুস্থ করতে গিয়ে বহু চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী অকালে প্রাণ দিয়েছেন। তাঁদের উৎসর্গ করে এ বারে চেতলার এই নিবেদন। উপনিষদ, গীতার জ্ঞানের আলোয় আত্মার সেই অবিনশ্বর চেহারাই ধরা দেবে।
advertisement
5/9
*লকডাউন হয়েছে দীর্ঘদিন। তার মধ্যে জীবন কোথাও থেমে থাকেনি। যাপনটা চলেছে। আর সেখান থেকেই এবারের থিম ভাবনা সমাজসেবী সঙ্ঘের। ৭৬ বছরের এবারের পুজোর থিমের নাম দেওয়া হয়েছে 'অন্য কুয়াশা'। সৃজনে শিল্পী বিমল সামন্ত।
advertisement
6/9
*বেলেঘাটা ৩৩ পল্লির এ বারের থিমের পোশাকি নাম 'মুক্তির অলিন্দে'। করোনাকালীন জীবন মানুষ কীভাবে কাটিয়েছে, সেই বিষয়টিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে মণ্ডপ। বেলেঘাটা ৩৩ পল্লির মণ্ডপ সাজিয়ে তুলেছেন শিল্পী শিবশঙ্কর দাস।
advertisement
7/9
*৯৬ বছরে পা দেওয়া টালা পার্ক প্রত্যয় ডাক দিয়েছে ভয় কাটিয়ে বাঁধন-মুক্তির। টালা প্রত্যয়ের প্রতিমাশিল্পী সুব্রত মিধা এবং মণ্ডপসজ্জার শিল্পী সুশান্ত পাল। টালা পার্ক প্রত্যয়ের এ বারের থিম 'নির্বাধ'।
advertisement
8/9
*কৃষক আন্দোলনের কাহিনীই এবার তুলে ধরা হচ্ছে দমদম পার্ক ভারতচক্রের পুজোয়। কৃষকদের সমস্যা, উৎসব থেকে জীবন-জীবিকার কোলাজই ফুটে উঠছে এবার তাদের মণ্ডপ জুড়ে। প্রতিমাও গঠে উঠছে থিমের সঙ্গে সামজস্য রেখে। সৃজনে শিল্পী অনির্বাণ দাস।
advertisement
9/9
*এক মণ্ডপে ১৯ দুর্গা মূর্তি। অতিমারীর বন্ধন কাটিয়ে মুক্ত হওয়ার চেষ্টা। শিল্পী রাজু সরকারের ভাবনায় যা রূপ নিয়েছে মন্ডপসজ্জায়। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের (Hindusthan Park Sarbojanin Durgatsav commitee) এ বছরের ভাবনা 'উন্মোচন'। ৯১ বছরে পড়ল হিন্দুস্থান পার্কের পুজো।