Doctor's Protest: সোমবার থেকে বেসরকারি হাসপাতালেও আংশিক কর্মবিরতিতে চিকিৎসকরা! বন্ধ থাকতে পারে ব্যক্তিগত চেম্বারও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Doctor's Protest: সরকারি হাসপাতালের পরে এবার একাধিক বেসরকারি হাসপাতালেও কর্মবিরতির ঘোষণা চিকিৎসকদের। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement
1/5

সরকারি হাসপাতালের পরে এবার একাধিক বেসরকারি হাসপাতালেও কর্মবিরতির ঘোষণা চিকিৎসকদের। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতীকী ছবি।
advertisement
2/5
মেডিকায় নন ইমারজেন্সি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। একই সঙ্গে ফর্টিস, কোঠারি, উডল্যান্ড-সহ ৩০টিরও বেশি বেসরকারি হাসপাতালে আংশিক কর্মবিরতির ঘোষণা করেছেন চিকিৎসকরা।
advertisement
3/5
জরুরি অবস্থায় কোনও রোগী এলে অবশ্যই চিকিৎসা করা হবে, ঘোষণা বেসরকারি চিকিৎসকদের, ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে জানালেন চিকিৎসকরা। এই সময়ে জরুরী পরিষেবা বন্ধ না থাকলেও ব্যক্তিগত চেম্বারও বন্ধ থাকতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement
4/5
প্রতীকী কর্মবিরতিতেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকদের পক্ষ থেকে হুঁশিয়ারি, পদক্ষেপ না করা হলে টানা কর্মবিরতি চলবে।
advertisement
5/5
রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে চিকিৎসকরা বলেন, “আলাপনবাবু কী বলেছেন, তিনি বুঝবেন৷ ডাক্তারবাবুরা প্রকাশ্যে গণ ইস্তফা দিয়েছেন, গ্রহণ করা হবে কি না সেটা সরকার বুঝবে”৷