TRENDING:

Direct Metro Service To Airport: কলকাতার উত্তরে থাকুন বা দক্ষিণে- এবার মেট্রো চেপেই সরাসরি চলে যান এয়ারপোর্টে

Last Updated:
Direct Metro Service To Airport: পরীক্ষামূলকভাবে আজ থেকে চলবে দুটো মেট্রো
advertisement
1/6
কলকাতার উত্তরে থাকুন বা দক্ষিণে- এবার মেট্রো চেপেই সরাসরি চলে যান এয়ারপোর্টে
কলকাতা: মেট্রো রেলের যাত্রীদের জন্য একটি দারুণ সুখবর৷ সকালে বা গভীর রাতে দমদম বিমানবন্দরে আগত বিমানযাত্রী এবং অন্যান্য যাত্রীদের সুবিধার জন্য, মেট্রো রেল ১৫.১২.২০২৫ (সোমবার) থেকে পরীক্ষামূলকভাবে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া হয়ে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু করছে।
advertisement
2/6
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত এই রুটে দুটি সরাসরি মেট্রো পরিষেবা (একটি সকালের ব্যস্ত সময়ে এবং অন্যটি গভীর সন্ধ্যায়) চলাচল করবে। জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে এই দুটি পরিষেবা গ্রহণকারী যাত্রীরা যাঁরা এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহীদ ক্ষুদিরামের মতো জায়গায় যেতে চান, তাঁদের নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদল করতে হবে না।
advertisement
3/6
জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত এই দুটি সরাসরি পরিষেবার প্রথমটি সকাল ০৯:৩৬ মিনিটে শুরু হবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে দ্বিতীয় সরাসরি পরিষেবাটি রাত ২১:০০ মিনিটে ছাড়বে।
advertisement
4/6
এই পরীক্ষামূলক পরিষেবাগুলি বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম বা কলকাতা এবং তার আশেপাশের অন্যান্য স্থানে একটি নির্বিঘ্ন ও সুবিধাজনক যাত্রা নিশ্চিত করবে।
advertisement
5/6
কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত (অরেঞ্জ লাইন) পরিষেবা এখনও পুরোপুরি শুরু হয়নি। চিংড়িঘাটা মোড়ের জট না-কাটায় এখনও তিন পিলারে লাইন পাতার কাজ বাকি। সেই কাজ মিটলেই কবি সুভাষ থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। বর্তমানে ওই লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। আর বিমানবন্দর থেকে দমদম, এসপ্ল্যানেড বা টালিগঞ্জ পৌঁছোতে হলে যাত্রীদের নোয়াপাড়া থেকে মেট্রো পরিবর্তন করতে হয়। তবে এখন আপাতত দিনে দু’টি মেট্রোয় সরাসরি বিমানবন্দর থেকে কবি সুভাষ পৌঁছে যাওয়া যাবে।
advertisement
6/6
এর আগে এই অংশে সরাসরি মেট্রো পরিষেবা চালু করা হয়েছিল। এমনকি দক্ষিণেশ্বর থেকে সরাসরি মেট্রো পরিষেবা দেওয়া হয়েছে বিমানবন্দর পর্যন্ত। পরবর্তী সময়ে নানা সমস্যা দেখা দেওয়ার কারণে সেটিকে বন্ধ রাখা হয়। Input- Abir Ghosal
বাংলা খবর/ছবি/কলকাতা/
Direct Metro Service To Airport: কলকাতার উত্তরে থাকুন বা দক্ষিণে- এবার মেট্রো চেপেই সরাসরি চলে যান এয়ারপোর্টে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল