Dilip Ghosh on Bhabanipur Bypoll: রবিবারের সকালে প্রিয়াঙ্কার প্রচারে দিলীপ ঘোষ, হাতিয়ার ভোট-হিংসা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh on Bhabanipur Bypoll: প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচারে নেমে পড়লেন দিলীপ ঘোষ।
advertisement
1/4

রবিবারের সকালে এমনিতে রাজনীতিবিদদের শিডিউলটা কিছুটা হালকাই থাকে। তবে আর পাঁচটা দিনের থেকে আলাদা এই রবিবার। কেননা ভোটের দামামা বেজে গিয়েছে ভবানীপুরে। তৃণমূলের প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে প্রচারে নেমে পড়লেন দিলীপ ঘোষ।
advertisement
2/4
রবিবার সকালটা দিলীপ ঘোষ শুরু করেন রুটিন মাফিক। সোজা চলে যান ইকো পার্কে। সেখান থেকে রওনা হন ভবানীপুরে। পদ্ম ছাপ এঁকে প্রিয়াঙ্কার প্রচারে অংশ নেন তিনি। প্রচারে ছিলেন প্রিয়াঙ্কা নিজেও।
advertisement
3/4
প্রচারে এসে প্রিয়াঙ্কা বলেন, আমি আগামিকাল নমিনেশন জমা দেবো। আমি বাংলার মানুষের জন্য লড়াই করছি। পশ্চিমবঙ্গের মানুষের বাঁচার অধিকার আছে। তৃণমূল সরকার সেই অধিকার কেড়ে নিচ্ছে।
advertisement
4/4
তৃণমূল বলছে প্রিয়াঙ্কার জামানত বাজেয়াপ্ত হবে। এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, সে তো নন্দীগ্রামেও বলেছিল। বুঝতে পেরেছেন কী হয়েছে। যদি এতো দম থাকে তাহলে সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোড়াচ্ছেন কেন? বসে থাকুন। লোক ভোট দিয়ে দেবে। আমরা লড়ব লোকের কাছে যাবো। ডিসিশন তো লোক দেবে।