Dilip Ghosh News: 'তাদের সঙ্গেই থাকব...' ২০২৬-এ কোন আসন থেকে লড়বেন দিলীপ ঘোষ? স্পষ্ট করে দিলেন 'সব'! এবার কি তবে সরাসরি সংঘাত?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Dilip Ghosh News: সোমবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ফের স্বমেজাজে।
advertisement
1/8

দলের অনুষ্ঠানে ফের ব্রাত্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এ নিয়ে মোট ৩ বার তাঁকে বড় সভায় এড়িয়ে গেল দল। গত শুক্রবার দমদমে ফের নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ পাননি তিনি। তাই শুক্রবার সকালের বিমানেই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর সোমবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ফের স্বমেজাজে। একের পর এক প্রশ্নের উত্তরে বল রীতিমতো বাউন্ডারির বাইরে ফেললেন তিনি।
advertisement
2/8
প্রশ্ন: তিন বার প্রধানমন্ত্রীর সভা এড়িয়ে যাওয়ার পরেও কি আপনি ২০২৬-এর বিধানসভায় দলের প্রার্থী হচ্ছেন?দিলীপ ঘোষ: এখনই এইসব অনুমান করে আমরা রাজনীতি করি না। দলের একটা সিস্টেম আছে। কমিটি হবে। আমাদের পার্টির সংসদীয় কমিটি প্রার্থীর নাম চূড়ান্ত করে। যারা এই দায়িত্বে আছেন, তারা আমাকে জিজ্ঞাসা করলে আমি আসন নিয়ে যা বলার জানিয়ে দেব।
advertisement
3/8
প্রশ্ন: আপনার গুরুত্ব বহাল আছে তার মানে?দিলীপ ঘোষ: এতদিন পার্টি যা দায়িত্ব দিয়েছে পালন করেছি। ভবিষ্যতেও যা দায়িত্ব দেবে পালন করব।
advertisement
4/8
প্রশ্ন: আপনার চয়েস খড়গপুর?দিলীপ ঘোষ: অবশ্যই। ওখানকার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমি ওখানকার ভোটার। ওখানকার পার্টির অ্যাক্টিভ মেম্বার। ফলে লড়তে হলে যাদের সঙ্গে বরাবর থেকেছি, তাদের সঙ্গেই থাকব।
advertisement
5/8
প্রশ্ন: পুজোর পর থেকে কি খড়গপুর যাতায়াত বাড়াবেন?দিলীপ ঘোষ: আমার নিউটাউনের বাড়িটা আপাতত আমার ঠিকানা। এখানে বহু লোক দেখা করতে আসে। পুজোর পর আলাদা করে ঘাঁটি গড়ার কিছু নেই। ওখানে অন্য সব জেলার থেকে ভাল সংগঠন আমাদের তৈরি আছে। একটা জেলার কর্মীরা এসে একটা সফল সভা করে দেখিয়ে দিয়েছেন। পার্টি ১ বছর আগে সংগঠন পর্ব বলে একটা প্রক্রিয়া শুরু করেছে।
advertisement
6/8
প্রশ্ন: খড়গপুর বিধানসভায় আপনি জয়ের ব্যাপারে কতটা আত্নবিশ্বাসী?দিলীপ ঘোষ: জিতব বলেই তো লড়ছি। শুধু খড়গপুর নয়। জেলায় সবকটা আসনে জেতার জন্য লড়াই করব।
advertisement
7/8
প্রশ্ন: নন্দীগ্রাম সমবায়ে বিজেপির বিপুল জয়দিলীপ ঘোষ: মানুষ চাইছে বিজেপিকে জেতাতে। পার্টি রেডি থাকলেই সব জায়গায় এই ধরনের ফল আসতে শুরু করবে।
advertisement
8/8
প্রশ্ন: ঠাকুর বাড়ির দ্বন্দ্ব। শান্তনু বনাম সুব্রতদিলীপ ঘোষ: মতুয়া সমাজের ভক্তরা ঠাকুর প্রতিবারের অনুগত। তার উত্তরসূরীদের সবাই শ্রদ্ধা করে। আগেও একাধিকবার ওখানে পারিবারিক সমস্যা হয়েছে। কপিল ঠাকুরের স্ত্রীর সঙ্গে পরিবারের অনেকের দ্বন্দ্ব তৈরি হয়েছে। দুটো পার্টি হয়ে গেছে। রাজনীতি হয়েছে। মতান্তর হতেই পারে। কিন্তু ভক্তদের বিশ্বাসে যেন আঘাত না লাগে সেটা দেখতে হবে।