Dilip Ghosh News: শেষ মুহূর্তে বড় চমক দিয়ে দিলেন দিলীপ ঘোষ! মোদির সভায় যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত! তাহলে আসল চমক ২১ জুলাই? নাটকীয় পট পরিবর্তন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
Dilip Ghosh News: দিলীপ ঘোষের দাবি ছিল, দলের কেন্দ্র অথবা রাজ্য নেতৃত্বের তরফে তাঁকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। দুর্গাপুরের স্থানীয় কর্মীদের ডাকে সাড়া দিয়েই তিনি যাচ্ছেন — ‘আগের দিনই দুর্গাপুর চলে যাব।'
advertisement
1/7

দু’টি তারিখ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল, ১৮ এবং ২১ জুলাই। বিজেপি নেতা দিলীপ ঘোষের রাজনৈতিক কর্মসূচি ঘিরে যা আবর্তিত হচ্ছে বেশ কিছু দিন ধরে। ১৮ জুলাই, শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা।
advertisement
2/7
সেখানে দিলীপকে দেখা যাবে কি না, তা নিয়ে চর্চা চলছিল বিজেপির অন্দরে। কিন্তু গত মঙ্গলবার দিলীপ নিজেই সেই জল্প‍নার অবসান ঘটিয়ে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সভা শুনতে তিনি দুর্গাপুরে যাবেন।
advertisement
3/7
তাঁর দাবি ছিল, দলের কেন্দ্র অথবা রাজ্য নেতৃত্বের তরফে তাঁকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। দুর্গাপুরের স্থানীয় কর্মীদের ডাকে সাড়া দিয়েই তিনি যাচ্ছেন — ‘আগের দিনই দুর্গাপুর চলে যাব। ওখানকার কর্মীরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। মঞ্চে থাকব কি না বলতে পারছি না। প্রধানমন্ত্রীর সভায় অনেক প্রোটোকল থাকে। মঞ্চে উঠতে বললে উঠব। নইলে কর্মীদের সঙ্গে বসেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনব।’
advertisement
4/7
কিন্তু নরেন্দ্র মোদির সভার আগেরদিনই সেই তাল কেটে গেল। সূত্রের খবর, আগামিকাল দিলীপ ঘোষের দুর্গাপুর প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামিকাল প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না তিনি, তেমনই খবর তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে।
advertisement
5/7
তবে দিলীপ ঘোষ নিজে একথা সংবাদমাধ্যমের সামনে এখনই প্রকাশ করতে চাইছেন না। ফলে আরও অনিশ্চিত হচ্ছে দিলীপের যাওয়া। না যাওয়ার সম্ভাবনাই বাড়ছে। তবে সরকারি ভাবে এখনই কিছু বলছেন না দিলীপ ঘোষ। সম্ভবত শুক্রবার সকালে তিনি মুখ খুলবেন। আগামিকাল মত বদল করে যাবেন কিনা প্রধানমন্ত্রীর সভায়, সেটাই এখন দেখার।
advertisement
6/7
সম্প্রতি সায়েন্স সিটিতে রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্যের সংবর্ধনা সভায় ডাক পাননি দিলীপ। তা নিয়ে বিতর্কের সঙ্গে গুঞ্জন ছড়ায়, দলের কেন্দ্রীয় নেতৃত্ব চাননি বলেই ডাক পাননি দিলীপ। স্বভাবতই ১৮ তারিখ মোদীর সভাতেও তিনি একই ভাবে ব্রাত্য থাকেন কি না, সে দিকে সবার নজর ছিল। যদিও গত এক সপ্তাহে বঙ্গ বিজেপির অন্দরের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটেছে।
advertisement
7/7
সংবর্ধনা সভায় ডাক না–পাওয়া দিলীপ এরপর রাজ্য বিজেপি দফতরে গিয়ে শমীককে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। পরের দিনই দিল্লি উড়ে গিয়ে বৈঠক করেছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে। তারপর থেকে মনে করা হচ্ছিল, বরফ গলছে। সেই সূত্রেই দিলীপের নিজের মুখেই দুর্গাপুর যাওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় পট পরিবর্তন। স্বয়ং নরেন্দ্র মোদির সভাতেও যাচ্ছেন না তিনি।