Dilip Ghosh: 'বিজেপির নেতা ছিলাম, এখন...' দিলীপ ঘোষের সঙ্গে ইকোপার্কে দেখা করতে এলেন কে! মিলে গেল বড় ইঙ্গিত? দিলীপও যা জানিয়ে দিলেন...
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Dilip Ghosh: এই পরিস্থিতিতে ইকোপার্কে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে এলেন তৃণমূল নেতা। আর তা নিয়েও জল্পনা ছড়িয়ে পড়ল।
advertisement
1/5

দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সস্ত্রীক সাক্ষাৎ-বৈঠক ইস্তক বিজেপির ‘গৃহযুদ্ধ’ তুমুল আকার নিয়েছে। সমাজমাধ্যমে ‘কুৎসিত-কদর্য’ ভাষায় লড়াই অব্যাহত দিলীপ শিবির বনাম বিরোধী শিবিরের। এমনকী দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেবেন কিনা, তা নিয়েও জল্পনা অব্যাহত রয়েছে।
advertisement
2/5
এই পরিস্থিতিতে ইকোপার্কে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে এলেন তৃণমূল নেতা। আর তা নিয়েও জল্পনা ছড়িয়ে পড়ল।
advertisement
3/5
রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজারহাট নিউটাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় ওই তৃণমূল নেতা।
advertisement
4/5
তৃণমূল নেতা মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, দিলীপদার দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানাতে এসেছি। দিলীপদার সঙ্গে নিয়মিত ইকোপার্কে দেখা হয়।
advertisement
5/5
এদিকে, দিলীপ ঘোষ বলেন, ''আমাদের পাড়ার ছেলে। আগে গো ব্যাক বলত। এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়। আমি বিজেপির নেতা ছিলাম, এখন সাড়া সমাজের লোক বিভিন্ন পার্টির লোক আমাকে নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কী যোগ্যতা দেখতে পেয়েছেন। তাদেরকে শুভেচ্ছা আমার।''