Dilip Ghosh on Kolkata Metro: 'হাওড়া-শিয়ালদহ মেট্রো জুড়তে কেন এত বছর লেগে গেল?' কলকাতায় ফিরেই এ কী বললেন দিলীপ ঘোষ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Dilip Ghosh on Kolkata Metro: শুক্রবার মোদি এসেছিলেন রাজ্যে, মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই দিনই সকালের বিমানেই বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
advertisement
1/5

শুক্রবার মোদি এসেছিলেন রাজ্যে, মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই দিনই সকালের বিমানেই বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
advertisement
2/5
শনিবারই ফিরে এলেন কলকাতায়। ফিরে এসেই একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ। দুর্গাপুজোর পরিকল্পনা নিয়ে দিলীপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পার্টির দায়িত্ব কমার পর থেকেই পুজো উদ্বোধন করে তীর্থযাত্রা করতে যেতাম। এবার স্ত্রীকে নিয়ে হয়তো যেতে হবে, এখনও কিছু প্ল্যানিং হয়নি"।
advertisement
3/5
শুক্রবার মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন করেন দিলূীপ, সেই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, "মেট্রো হয়ে কাজ হয়েছে। কিন্তু এত সহযোগিতার পরেও এত দিন লাগে কেন মেট্রো হতে। ৮০ সাল থেকে মেট্রো শুরু হয়েছে, আমাদের এখানে কত কিমি হয়েছে। হাওড়া-শিয়ালদহ এত গুরুত্বপূর্ণ মেট্রো সেটা জুড়তেই কত বছর লেগে গেল। সারা দেশে দেখুন মেট্রো কত জায়গায় ছড়িয়েছে, বাংলা রাস্তা দেখালেও এতটা পিছিয়ে কেন? মেট্রোর কাজ কে করেছে সবাই জানে, যে উদ্বোধন করেছে"।
advertisement
4/5
এর আগেও মেট্রো প্রকল্পের রূপায়নে জমিজটের কথা উল্লেখ করেছিলেন একাধিক বিজেপি নেতা। অন্য দিকে দিলীপ ঘোষের অবস্থান নিয়েও বার বার প্রশ্ন উঠেছে।
advertisement
5/5
কিন্তু দিলীপ বার বার জানিয়েছেন তিনি দলবদলে আগ্রহী নন। কথা রেখেছেন দিলীপ। নির্বাচনের আগে কোনও দায়িত্ব নেন কি না সেটাই দেখার।