Dilip Ghosh: বিজেপিতে পাকাপাকি অতীত হয়ে গেলেন দিলীপ ঘোষ? কার নেতৃত্বে বিধানসভা নির্বাচন? বৈঠকেই স্পষ্ট হয়ে গেল 'সব'
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
Dilip Ghosh: বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষ সম্পর্কে কোনও বক্তব্যে কর্ণপাত নয় কেন্দ্রীয় নেতৃত্বের।
advertisement
1/6

আগামী বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি লড়বে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নেতৃত্বে। রাজ্য বিজেপির বৈঠকে এমনই বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। বিজেপি সূত্রে এমনই খবর।
advertisement
2/6
এদিকে, বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষ সম্পর্কে কোনও বক্তব্যে কর্ণপাত নয় কেন্দ্রীয় নেতৃত্বের। দিলীপ ঘোষের সময় কালের নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে বর্তমান নেতৃত্বকে। তবে কোনও রাজনৈতিক মত বিরোধ প্রকাশ্যে বলা যাবে না বলেও নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের।
advertisement
3/6
বিজেপির কোর কমিটির সদস্য দিলীপ ঘোষকে বাদ দিয়েই হল বিজেপির সাংগঠনিক বৈঠক। দিলীপ ঘোষ ইস্যু নিয়ে এখনই কোনও পদক্ষেপ নয়। তবে দিলীপ ইস্যুতে মন্তব্য করেন যারা, তাদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ নয় জানিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। তবে বিজেপি সূত্রে খবর, রাজ্যের গেরুয়া শিবিরের দায়িত্বের হাত বদল এখনই নয়।
advertisement
4/6
মঙ্গলবারের বৈঠকে কার্যত ইন্টারভিউয়ের আকারে দিলীপ ঘোষ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় রাজ্যের নেতাদের। সূত্রের খবর, প্রায় সকলেই দিলীপ ঘোষের গত কয়েক দিনের বক্তব্য ও কার্যক্রমে আশাহত বলে জানিয়েছেন।
advertisement
5/6
সূত্রের খবর, বুধবারের বৈঠকে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়, এক দেশ এক ভোট নিয়ে প্রচার বাড়াতে হবে। আগামী দুর্গাপুজোয় এই বার্তা নিয়ে প্রচার চালাবে বিজেপি রাজ্য নেতা কর্মীরা।
advertisement
6/6
মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা সামনে রেখে প্রচার চালানোর লক্ষ্য মাত্রা বেঁধে দেওয়া হল রাজ্যে বিজেপি নেতৃত্বকে।