TRENDING:

'ও কিছুই করতে পারেনি...' বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের! কাকে নিশানা করলেন জানেন? 'প্রস্তুত হচ্ছেন', ভোটের আগেই ঝড় তুলে দিলেন দিলীপ

Last Updated:
Dilip Ghosh: দিলীপ ঘোষ আরও লেখেন, ''মুখ্যমন্ত্রী একবার করে আসেন আর গোড়ালি ডোবা জলে ছবি তুলে চলে যান। দেব শুধু বন্যার সময় আসেন, বাকি সময় পাগলু ড্যান্স করেন।''
advertisement
1/6
'ও কিছুই করতে পারেনি...' বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের! কাকে নিশানা করলেন জানেন?
সম্প্রতি ঘাটালের রাজনৈতিক আবহে ঝড় তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঘাটালের সাংসদ দেবকে আক্রমণ করে বলেন, “দেব (Dev) ভাল ছেলে, কিন্তু নিকম্মা। ঘাটালের মানুষের জন্য কিছুই করতে পারেনি।” তাঁর এই মন্তব্যের জবাব দিতে বুধবার ঘাটালে পৌঁছেই দেব দিলীপ ঘোষকে সম্মান জানিয়ে পাল্টা মন্তব্য করেন।
advertisement
2/6
নিজের ফেসবুক পেজেও দিলীপ লেখেন, ''ঘাটালের মানুষকে প্ল্যান করে প্রতি বছর বন্যার কবলে ফেলা হয়। এটাই ঘাটাল মাস্টার প্ল্যান। তিনবারের সাংসদের কাছ থেকে মানুষের বহু প্রত্যাশা থাকে। ঘাটালবাসীর মূল প্রত্যাশা তাদের যেন বর্ষাকালে বন্যার দুর্ভোগ কম হয়। কিন্তু একাধিকবার ভোট দিয়েও তাঁরা প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি।''
advertisement
3/6
দিলীপ আরও লেখেন, ''মুখ্যমন্ত্রী একবার করে আসেন আর গোড়ালি ডোবা জলে ছবি তুলে চলে যান। দেব শুধু বন্যার সময় আসেন, বাকি সময় পাগলু ড্যান্স করেন। ঘাটালবাসীর অধিকার রয়েছে বন্যা থেকে মুক্তি পাওয়ার। কেন তাঁরা বছরের ৬ মাস জমা জলে কষ্ট পাবেন। বছরের পর বছর তাঁরা দাবি তুললেও কোনও সুরাহা হয়না। এই অবস্থার পরিবর্তনের দরকার আছে।''
advertisement
4/6
ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ টেনে ফের তৃণমূল সাংসদ দেবকে নিশানা করলেন দিলীপ ঘোষ। এদিকে, খড়গপুরে ভোটে দাঁড়াতে চান বলে সফট টার্গেট করছেন, দিলীপ ঘোষকে পাল্টা খোঁচা দিয়েছেন দেবও।
advertisement
5/6
বুধবার বন্যা কবলিত ঘাটালে যান সাংসদ দেব। মঙ্গলবার SDO অফিসে জেলাশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্যসচিব ও উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ। আর গতকালই ঘাটালের সাংসদকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। দিলীপ ঘোষের বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন দেব।
advertisement
6/6
তিনি বলেন, "একজন বিজেপি নেতাকে দেখাতে পারবেন যিনি বিধানসভা, রাজ্যসভা বা লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছেন। এখন অনেক MP, MLA আছেন। ঘাটালের বিধায়ক রয়েছেন। তিনি কি একটাও লাইন লিখেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও মনে হয় দিলীপ বাবু এবার খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। সেটার জন্য তো কাউকে একটা ঢিল মারতে হবে। আমি তো সফট টার্গেট এখানে। কিছু না হলেও দেবকে আক্রমণ করতে হবে।''
বাংলা খবর/ছবি/কলকাতা/
'ও কিছুই করতে পারেনি...' বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের! কাকে নিশানা করলেন জানেন? 'প্রস্তুত হচ্ছেন', ভোটের আগেই ঝড় তুলে দিলেন দিলীপ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল