Digha: পুজোর ৬ দিন আদৌ দিঘা যাওয়ার ট্রেনের টিকিট মিলছে? জানুন কোন ট্রেনের কেমন হাল
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Digha: অনেকেই কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন। দিঘা এর মধ্যে প্রথম তালিকাতেই আসে
advertisement
1/12

কলকাতা: আর হাতে গোনা কয়েকটা দিন বাকি বাঙালির দুর্গাপুজো শুরু হতে। এই সময়ে অনেকেই আবার কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন। দিঘা এর মধ্যে প্রথম তালিকাতেই আসে। কিন্তু পুজোর ৫-৬টা দিন দিঘা যাওয়ার ট্রেনের অবস্থা কেমন দেখে নিন এক নজরে।
advertisement
2/12
মহা ষষ্ঠী অর্থাৎ ২০ তারিখ তাম্রলিপ্ত এক্সপ্রেসে টিকিট কোনও অবশিষ্ট নেই। ওয়েটিং লিস্টে ১৭০-র কাছাকাছি রয়েছে। প্রায় একই অবস্থা কাণ্ডারি এক্সপ্রেসে।
advertisement
3/12
মহা সপ্তমী অর্থাৎ ২১ তারিখও দিঘা যাওয়ার ট্রেনের টিকিট কার্যত নেই। সকালের তাম্রলিম্প এক্সপ্রেসের টিকিট নেই। ওয়েটিং লিস্ট ২৭০ মতো। ফলে সেটা কনফার্ম হওয়ার সুযোগই খুবই কম।
advertisement
4/12
ওই দিন পাহাড়িয়া এক্সপ্রেসের ট্রেনের স্লিপার কোচে ওয়েটিং লিস্ট ২৩০। কাণ্ডারি এক্সপ্রেসের ওয়েটিং লিস্ট ১১৭-র দিকে। বাকি শ্রেণির কোচগুলিতেও ওয়েটিং লিস্ট রয়েছে।
advertisement
5/12
মহা অষ্টমী অর্থাৎ ২২ তারিখও একই হাল বলা যায়। ওয়েটিং লিস্ট ২৭১ হয়ে গিয়েছে সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেসের। কাণ্ডারি এক্সপ্রেসের টিকিটের ওয়েটিং লিস্ট ৪৬-এ রয়েছে। ফলে কিছুটা হলেও টিকিট কনফার্মের সুযোগ রয়েছে। যদিও সেটা সেই সময়ে স্পষ্ট হবে।
advertisement
6/12
আগামী ২৩ তারিখ অর্থাৎ মহা নবমীর দিন ছবি বদল হয়নি ট্রেনের টিকিটের। দিঘায় সকালের যাওয়া তাম্রলিপ্ত এক্সপ্রেসের ওয়েটিং লিস্ট ২১৭ নম্বরে রয়েছে।
advertisement
7/12
অপরদিকে, কাণ্ডারি এক্সপ্রেসের টিকিটের ওয়েটিং লিস্ট ১০৮ রয়েছে। অন্য কোচগুলিও ওয়েটিং লিস্ট রয়েছে। ফলে এই দিন টিকিট কনফার্মের সুযোগ খুবই কম রয়েছে।
advertisement
8/12
দশমী অর্থাৎ আগামী ২৪ তারিখ দিঘা যাওয়া তাম্রলিপ্ত এক্সপ্রেসের ওয়েটিং লিস্ট ২১১ নম্বরে রয়েছে। কাণ্ডারি এক্সপ্রেসের টিকিটের ওয়েটিং লিস্ট রয়েছে ৭৮ এবং জেনারেল ওয়েটিং লিস্ট ১৭৪ নম্বরে।
advertisement
9/12
আগামী ২৫ তারিখ অর্থাৎ দশমীর পরের দিন দিঘা যাওয়ার সকালের ওয়েটিং লিস্টে দেখে কার্যত নিরাশা হতে পারে। কারণ সকালের তাম্রলিপ্ত এক্সপ্রেসের ওয়েটিং লিস্ট রয়েছে ৩৬১ নম্বরে।
advertisement
10/12
কাণ্ডারি এক্সপ্রেসের টিকিটের ওয়েটিং লিস্ট ৮৯ নম্বরে রয়েছে। ফলে এই ট্রেনে কিছুটা হলেও সুযোগ রয়েছে। তবেটিকিট পাওয়া যাবে কিনা সেটা পরের সপ্তাহে স্পষ্ট হবে।
advertisement
11/12
সাধারণত, টিকিট পুরো বুক হয়ে গেলে তারপরে ওয়েটিং লিস্টে ফেলা হয়। পরে বুকিং টিকিট ক্যানসেল হলে ওয়েটিং থাকা নম্বরগুলি কনফার্ম হয়। এক্ষেত্রে যত আগে নম্বর থাকে, তত আগে টিকিট বুকিংয়ের সুবিধা থাকে।
advertisement
12/12
টিকিটের ওয়েটিং লিস্টের নম্বর হেরফের প্রতি মুহূর্তে হয়। এই প্রতিবেদন কেবলমাত্র এখনকার সময়ের ভিত্তিতে লেখা হয়েছে। ফলে আগামী দিনে ট্রেনের ওয়েটিং লিস্ট আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই বিষয়ে আরও বিশদে তথ্য রেলের ওয়েবসাইটে পাবেন।