নিম্নচাপ সরলেও রক্ষা নেই, রবিবার দিনভর রাজ্যের কোন জেলায় কত বৃষ্টি হবে? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Rain Forecast: নিম্নচাপ গতকাল রাতেই দিঘার কাছে স্থলভাগে প্রবেশ করেছে। বর্তমানে এটি গভীর নিম্নচাপ রূপে রয়েছে ঝাড়খণ্ড ও ছত্তিশগড় সংলগ্ন এলাকায়। ক্রমশ পূর্ব মধ্যপ্রদেশ হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগোবে।
advertisement
1/9

*নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে সরে গেলেও তার প্রভাব থাকবে আজও। পশ্চিমের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। সকালে বৃষ্টি হলেও কলকাতা-সহ বেশিরভাগ জেলাতে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি। আজও সমুদ্র তীরে দমকা ঝোড়ো হাওয়া। মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা। প্রতীকী ছবি।
advertisement
2/9
*অতি গভীর নিম্নচাপ গতকাল রাতেই দিঘার কাছে স্থলভাগে প্রবেশ করেছে। বর্তমানে এটি গভীর নিম্নচাপ রূপে রয়েছে ঝাড়খণ্ড ও ছত্তিশগড় সংলগ্ন এলাকায়। ক্রমশ পূর্ব মধ্যপ্রদেশ হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগোবে। ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ। প্রতীকী ছবি।
advertisement
3/9
*সমুদ্র উপকূলে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে আজও দমকা ঝোড়ো হাওয়া থাকবে। ৪০-৫০ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইবে। পর্যটকদের আজও নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। প্রতীকী ছবি।
advertisement
4/9
*কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। প্রতীকী ছবি।
advertisement
5/9
*দক্ষিণবঙ্গে আজ ছিল মূলত মেঘলা আকাশ। হালকা-মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। পশ্চিমের দিকের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত-ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে স্বাভাবিকের নিচে তাপমাত্রা। তবে আগামীকাল থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। সোম, মঙ্গলবারের মধ্যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। প্রতীকী ছবি।
advertisement
6/9
*উত্তরবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে উত্তরবঙ্গে। প্রতীকী ছবি।
advertisement
7/9
*মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকা থেকে সুলতানপুর হয়ে বিহারের ওপর দিয়ে রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়ার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। প্রতীকী ছবি।
advertisement
8/9
*আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল রবিবার পশ্চিম মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সোমবার পূর্ব রাজস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। প্রতীকী ছবি।
advertisement
9/9
*হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। প্রতীকী ছবি।