কিছুক্ষণেই আবহাওয়া বদল, শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টির সতর্কতা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Latest Weather Forecast: আজ রাতের থেকে বৃষ্টি শুরু হবে। ১৮ অগাস্ট বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। কয়েক পশলা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
advertisement
1/13

*ঘনীভূত হয়েছে নিম্নচাপ। কিছুক্ষণেই দক্ষিণবঙ্গে বড়সড় হাওয়া বদলের সম্ভাবনা। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্মচাপের অভিমুখ হবে উত্তর-পশ্চিম দিকে। প্রতীকী ছবি।
advertisement
2/13
*নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আগামিকাল শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। প্রতীকী ছবি।
advertisement
3/13
*উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বাংলাদেশ ও মায়ানমার উপকূলে নিম্নচাপ রয়েছে এই মুহূর্তে। শক্তি সঞ্চয় করে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। প্রতীকী ছবি।
advertisement
4/13
*বাংলা-ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে আগামিকাল সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপর দিয়ে ঝাড়খণ্ড ও ছত্তিশগড় অভিমুখে এগিয়ে যাবে। প্রতীকী ছবি।
advertisement
5/13
*আজ ভারী বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার-শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। শুক্রবার ভারী-অতি ভারী বৃষ্টির সতর্কতা। পর্যটকদের সমুদ্র উপকূলে নিয়ন্ত্রণের পরামর্শ। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। প্রতীকী ছবি।
advertisement
6/13
*এই নিম্নচাপের কারণে মৎস্যজীবী ও পর্যটকদের জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীর জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে ১৯ ও ২০ অগাস্ট শুক্র ও শনিবার সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে না। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের আজকের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
7/13
*এই দু-দিন সমুদ্র উত্তাল থাকবে, জলোচ্ছ্বাস হতে পারে। ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপ তৈরি হওয়ার কারণে সমুদ্র উপকূলেও ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ও সমুদ্রের ঢেউ বাড়তে পারে। প্রতীকী ছবি।
advertisement
8/13
*জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। তার জেরে দিঘা, মন্দারমনি, সাগর আইল্যান্ড-সহ বাংলা উপকূলে সমুদ্রের ধারে বিনোদনমূলক কাজকর্ম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতি ও শুক্রবারের জন্য। সমুদ্রে স্নান করতে নিষেধাজ্ঞা রয়েছে আবহাওয়া দফতরের। প্রশাসনকে পর্যটকদের নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের। প্রতীকী ছবি।
advertisement
9/13
*নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বাকি জেলাতে মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/13
*আজ রাতের থেকে বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। কয়েক পশলা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। প্রতীকী ছবি।
advertisement
11/13
*আগামিকাল ১৯ অগাস্ট শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণায়। প্রতীকী ছবি।
advertisement
12/13
*দু-এক পশলা ভারী বৃষ্টি পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ২০ অগাস্ট শনিবার ভারী বৃষ্টি মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়। সমুদ্র উত্তাল থাকবে। দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। প্রতীকী ছবি।
advertisement
13/13
*ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায়। মূলত শুক্র ও শনিবার এই দমকা ঝোড়ো হাওয়া বওয়ার প্রবল সম্ভাবনা। প্রতীকী ছবি।