TRENDING:

'Dana' Control Room Number: মধ্যরাতেই ঝাঁপাবে ঘূর্ণিঝড়! বাংলা জুড়ে 'দানা' সতর্কতা, নবান্নে চালু হল কন্ট্রোল রুম, শিগগিরই নোট করুন নম্বর

Last Updated:
'Dana' Control Room Number: এছাড়াও আরও ২০টি লাইন চালু করা হয়েছে। বিভিন্ন জেলাগুলির সঙ্গে যোগাযোগ রাখতে কাজ করবে এই ২০ টি লাইন।
advertisement
1/8
মধ্যরাতেই ঝাঁপাবে ঘূর্ণিঝড়, নবান্নে চালু হল কন্ট্রোল রুম, শিগগিরই নোট করুন নম্বর
ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় 'দানা'। বাংলা ও ওড়িশায় প্রলয়-দুর্যোগের অশনি সঙ্কেত। অতি শক্তিশালী সাইক্লোন 'দানা'র আশঙ্কায় প্রহর গুনছে বাংলা ও ওড়িশা। বাংলার ৯ জেলায় অতি সতর্কতা জারি। বড় দুর্যোগের ভয়ে কাঁটা মানুষ।
advertisement
2/8
জেলায় জেলায় চলছে উদ্ধার কাজ। প্রায় গভীর রাতে ল্যান্ডফলের আগেই অতি সতর্কতামূলক এলাকাগুলি থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে জোরকদমে।
advertisement
3/8
বৃহস্পতিবার ঘূর্ণিঝড় দানা সম্পর্কে সাংবাদিক বৈঠক করে নবান্নের কন্ট্রোল রুম-সহ একাধিক বিষয়ে রাজ্যবাসীর সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/8
মুখ্যমন্ত্রীর মন্তব্য, "মানুষের জীবন দামি। নবান্নতে আমি আজ রাতে থাকব। লক্ষ্য রাখবো আমি নিজের ঘর থেকেই।" তিনি একইসঙ্গে জানান, ইতিমধ্যেই সব হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে।
advertisement
5/8
নবান্নের হেল্পলাইন নম্বর জানিয়ে দেন খোদ মুখ্যমন্ত্রী। এই হেল্পলাইন নম্বরটি হল : ০৩৩২২১৪৩৫২৬ ও ১০৭০ এছাড়াও আরও ২০টি লাইন চালু করা হয়েছে। বিভিন্ন জেলাগুলির সঙ্গে যোগাযোগ রাখতে কাজ করবে এই ২০ টি লাইন।
advertisement
6/8
জনসাধারণের জন্য মমতার বার্তা "কেউ 'প্যানিক করবেন না, সতর্ক থাকুন।" মুখ্যমন্ত্রীর তরফে প্রশাসনিক কর্তাদের বলা হয়েছে আজ বৃহস্পতিবার রাতে নিজের জেলায় জেলায় অফিসিয়ালি সিস্টেম তৈরি করে নজরদারি রাখতে। আগাম সতর্কতা হিসেবে কাজ করতে হবে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী।
advertisement
7/8
উদ্ধার কাজের লেটেস্ট আপডেট দিয়ে মমতা বলেন, "আমরা উদ্ধার কাজের জন্য ৩৫৬৯৪১ জনকে চিহ্নিত করেছি। কিন্তু এখনও পর্যন্ত যাঁরা সম্মতি দিয়ে ক্যাম্পে এসেছেন তাঁদের সংখ্যা ১, ৫৯৮৩৭ জন।
advertisement
8/8
মুখ্যমন্ত্রী বলেন, "৮৫১ টি ক্যাম্প চালাচ্ছি। রিলিফ ক্যাম্পে ৮৩৫৮৩ জন আছে। সুনামি হওয়ার পর আমরা অনেকগুলি রিলিফ সেন্টার করে দিয়েছিলাম। সবাই ২৪ দিন ব্যাপী ছিলেন সেখানে।"
বাংলা খবর/ছবি/কলকাতা/
'Dana' Control Room Number: মধ্যরাতেই ঝাঁপাবে ঘূর্ণিঝড়! বাংলা জুড়ে 'দানা' সতর্কতা, নবান্নে চালু হল কন্ট্রোল রুম, শিগগিরই নোট করুন নম্বর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল