TRENDING:

দাদাগিরির চ্যাম্পিয়ান, মোহনবাগান অন্ত প্রাণ অনির্বাণের অকালপ্রয়াণ

Last Updated:
কঠিন রোগে ভুগছিলেন মোহনবাগান ভক্ত অনির্বাণ৷
advertisement
1/5
দাদাগিরির চ্যাম্পিয়ান, মোহনবাগান অন্ত প্রাণ অনির্বাণের অকালপ্রয়াণ
লম্বা-চওড়া, স্থুল চেহারার মানুষটাকে সকলেই চিনতেন কট্টর মোহনবাগান ফ্যান হিসেবে৷ সবুজ-মেরুনের একনিষ্ঠ ভক্ত অনির্বান নন্দীকে এক কথায় ফুটবল মাঠে চিনত সকলে৷ তবে সাধারণ মানুষ তাকে চিনত দাদাগিরির মঞ্চ থেকে৷ বেশ কয়েকবার তিনি এসেছেন এবং দাদাগিরির চ্যাম্পিয়ানও হয়েছিলেন অনির্বান৷
advertisement
2/5
কয়েক মাস ধরেই অনির্বাণ ভুগছিলেন কঠিন রোগে৷ কিডনির সমস্যায় শরীর ভেঙে গিয়েছিল তার৷ চিকিৎসকেরা বলেছিলেন কিডনি প্রতিস্থাপনের কথা৷ যার জন্য প্রয়োজন ছিল বিপুল অর্থের৷ নিজের সেই ক্ষমতা ছিল না৷ ফলে সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন বাগান ভক্ত৷
advertisement
3/5
মোহনবাগান ভক্ত হলেও, দুর্দিনে তার পাশে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবও৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল৷ কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল অর্নিবার্ণ নন্দী৷ তার অকালপ্রয়াণে শোকের ছায়া ময়দানে৷
advertisement
4/5
পুজোর অষ্টমীতে বন্ধুদের সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলেন৷ বুধবার অর্থাৎ দশমীর দিন ফেরেন কলকাতা৷ শুক্রবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনির্বাণ৷
advertisement
5/5
শুধু ফেসবুকের ভিডিওতে কাতর আর্তি নয়, দাদাগিুরির মঞ্চেও নিজের অসুস্থতার কথা জানান অর্নিবাণ৷ চিকিৎসার জন্য কলকাতা থেকে গিয়েছিলেন ভেলোরেও৷ তবে কোনও কিছুই সুস্থ করতে পারল না তাকে৷ অকালেই চলে গেল প্রাণ৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
দাদাগিরির চ্যাম্পিয়ান, মোহনবাগান অন্ত প্রাণ অনির্বাণের অকালপ্রয়াণ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল