West Bengal Weather Update Today: নয়া সাইক্লোনিক সার্কুলেশনের চরম দুর্যোগের মেঘ, প্রবল বৃষ্টি একাধিক জেলায়, রইল কলকাতা ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update | Weather in Kolkata Today : বিহারে ফের হাজির ঘূর্ণাবর্ত, তোলপাড় করা বৃষ্টি বাংলার একাধিক জেলায়, কলকাতার তাজা ওয়েদার আপডেট৷
advertisement
1/12

সাইক্লোনিক সার্কুলেশন যেন পিছু ছাড়ার নাম করছে না। বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত মিটতে না মিটতেই এবার ফের বিহারের ওপর তৈরি ঘূর্ণাবর্ত। এই নতুন সাইক্লোনিক সার্কুলেশনটি উত্তর প্রদেশ ও বিহারের উপর দিয়ে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃত রয়েছে।
advertisement
2/12
এদিকে হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে৷ যা আরও আগামী চার পাঁচ দিন একই অবস্থানে থাকবে , যা দেশের মৌসুমী বায়ুর কার্যকলাপকে নিয়ন্ত্রণ করবে৷
advertisement
3/12
এই দুইয়ের প্রভাবে আগামী ১৪ তারিখ পর্যন্ত হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এই প্রবল বৃষ্টির কারণে ইতিমধ্যেই এই অঞ্চলগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷
advertisement
4/12
তবে উত্তরবঙ্গে টানা চার -পাঁচদিন ধরে বৃষ্টি হলেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট একটু কম থাকছে৷ তবে এই সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টির তীব্রতা৷
advertisement
5/12
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতা শহরে সকাল থেকেই ইতঃস্তত, বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে৷ বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ পর্যন্ত থাকছে৷
advertisement
6/12
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮১ শতাংশ পর্যন্ত হতে পারে৷ এর ফলে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি জারি থাকবে৷
advertisement
7/12
ফিল লাইক তাপমাত্রা ফের একবার ৪০ ডিগ্রি সেলসিয়াস টপকে যাবে৷ অ্যাকুওয়েদারের কলকাতা ওয়েদার আপডেট অনুযায়ি শুক্রবার কলকাতার সর্বোচ্চ ফিল লাইক তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে৷
advertisement
8/12
আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১২ অগাস্ট ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷
advertisement
9/12
এদিকে বিহারে ১৩ তারিখ অবধি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে৷ সিকিমেও ১১ ও ১২ তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
advertisement
10/12
পাশাপাশি দেশের উত্তর পশ্চিমাংশে ফের তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ভ্রূকূটি৷ যা মধ্য ট্রপোস্ফিয়ার স্তর দিয়ে বিস্তৃত রয়েছে৷
advertisement
11/12
আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই দু একদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্র -বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও জারি রয়েছে৷
advertisement
12/12
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে৷ গত সপ্তাহের থেকে সর্বোচ্চ তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও এখনও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷