WB Cyclonic Circulation Heavy Rain Alert: অবশেষে স্বস্তির বৃষ্টি তো এল...কিন্তু এর পর! থাকবে জলঝড় না ফিরবে গরম? জেনে নিন এ সপ্তাহের সম্পূর্ণ ওয়েদার আপডেট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারেও আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন। এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ৬ এবং ৭ মে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। কোন কোন জেলায় কেমন ঝড়বৃষ্টির পূর্বাভাস?
advertisement
1/10

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান৷ আকাশ থেকে নেমে এল বহু অপেক্ষার সেই বৃষ্টি৷ আশপাশের বাতাস ভিজল জলের ফোঁটায়৷ গত আড়াই তিনমাস ধরে তেষ্টায় ছিল যে মাটি, আজ তার ভেজার পালা৷ ভিজল গাছপালা, পথঘাট, মানুষ৷ কিন্তু, এই স্বস্তির বৃষ্টি কি শুধুই সোমবারের জন্য? আগামী দিনগুলো কেমন হবে? থাকবে তো বৃষ্টি? নাকি ফিরবে পোড়া গরম? কী পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর?
advertisement
2/10
আবহাওয়া দফতরের খবর, বর্তমানে উত্তরপূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে৷ এদিকে উত্তর-পূর্ব বিহারেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে৷ সেই ঘূর্ণাবর্ত থেকে আবার উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে৷
advertisement
3/10
একইসঙ্গে উত্তরপূর্বের রাজ্যগুলিতে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস৷ এই পরিস্থিতিতে আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ৭ দিন অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বজ্রপাত সহ বৃষ্টি হবে। এরই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। এই সব রাজ্যগুলিতে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে।
advertisement
4/10
পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারেও আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন। এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ৬ এবং ৭ মে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। কোন কোন জেলায় কেমন ঝড়বৃষ্টির পূর্বাভাস?
advertisement
5/10
মঙ্গলবার। কলকাতা সহ ১১ জেলাতে কালবৈশাখীর সতর্কতা। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/10
৩ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
advertisement
7/10
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।
advertisement
8/10
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমেই কমতে শুরু করবে। আগামী তিন দিনে তা ধাপে ধাপে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
advertisement
9/10
সোমবার থেকে আগামী ১১ মে অর্থাৎ, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ দক্ষিণবঙ্গেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে ১১ মে, শনিবার পর্যন্ত৷ ৯ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে সতর্কতা৷
advertisement
10/10
সমুদ্রে দমকা ঝড়ো হাওয়া। গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে। উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতা। মৎস্যজীবীদের জন্য সতর্কতা মঙ্গলবার পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।