TRENDING:

Weather Forecast: সোমেই বদলে যাবে আবহাওয়া! রবিবার বাংলায় শুরু বৃষ্টি, সঙ্গে হু হু হাওয়া... ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত না তো?

Last Updated:
Weather Forecast: আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামী বুধবার নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা আগামী শুক্রবার নাগাদ মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।
advertisement
1/7
সোমবার থেকেই বদলে যাবে আবহাওয়া! রবিবার বাংলায় শুরু বৃষ্টি, সঙ্গে হু হু হাওয়া...
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামী বুধবার নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা আগামী শুক্রবার নাগাদ মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।
advertisement
2/7
রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে।মঙ্গলবার থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়বে।
advertisement
3/7
সকাল থেকেই কলকাতায় বদলে গিয়েছে আবহাওয়া। শুরু হয়েছে বৃষ্টি। বাকি জেলাগুলিতে বৃষ্টি না-হলেও আজ তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/7
কলকাতায় রবিবার সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ, রবিবার আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে সূর্যের তাপে আরও গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে।
advertisement
5/7
আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর-সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা। আন্দামানে নির্ধারিত সময়ের ২২ মে-র তিনদিন আগে ঢুকে পড়ছে বর্ষা। ভারতের মৌসম ভবনের পূর্বাভাস কেরল নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।
advertisement
6/7
দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল, মাহে, পুদুচেরি সর্বত্র আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্বের অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরায় প্রবল বৃষ্টির আশঙ্কা। অরুণাচল প্রদেশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
7/7
শনিবার অল্পবিস্তর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফলে তাপমাত্রা আগের থেকে কিছুটা নেমেছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Forecast: সোমেই বদলে যাবে আবহাওয়া! রবিবার বাংলায় শুরু বৃষ্টি, সঙ্গে হু হু হাওয়া... ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত না তো?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল