TRENDING:

Cyclone Remal: ঝমঝম বৃষ্টি, হু হু হাওয়া, এটা শুধু ট্রেলর, কখন থেকে কলকাতায় শুরু হবে তাণ্ডব , রইল ওয়েদার আপডেট

Last Updated:
Cyclone Remal: কলকাতায় হবে তুমুল তাণ্ডব, রেড অ্যালার্ট নিয়ে ভয়াবহ তোলপাড়ের আশঙ্কায় কলকাতা
advertisement
1/7
বৃষ্টি, হু হু হাওয়া, এটা শুধু ট্রেলর, কখন থেকে কলকাতায় শুরু হবে তাণ্ডব , আপডেট
Cyclone Remal: ঝমঝম বৃষ্টি, হু হু হাওয়া, ভোরবেলা থেকেই কলকাতার আবহাওয়ায় বড়সড় বদল৷ ভাবছেন এটাই সাইক্লোন রিমল! তাহলে জেনে নিন এটা জাস্ট ব্লকব্লাস্টারের ট্রেলর৷ সিনেমা নয় আসছে মেগা ডিজাস্টার৷ তাই এই ঝড়-বৃষ্টি শুধুমাত্র শুরু৷ কলকাতাতে রবিবার সন্ধ্যায় হবে তুমুল তোলপাড়৷
advertisement
2/7
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হাওয়ার দাপট৷ তবে সন্ধ্যা সাতটার পর হাওয়ার তাণ্ডব তুমুল হবে৷ রাত নটা নাগাদ কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ৯৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাচ্ছে হাওয়া৷
advertisement
3/7
তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷ তবে ছটা  নাগাদ বৃষ্টি একটু কম হলেও সন্ধ্যা সাতটা থেকে প্রবল বেগে বইবে হাওয়া৷ সঙ্গে লাগাতার প্রবল গতিতে বৃষ্টিপাত জারি থাকবে৷ রাত বারোটা পর্যন্ত প্রবল গতিতে বয়ে যাবে হাওয়া৷
advertisement
4/7
এদিকে সমুদ্রের উপর প্রবল বেগে শক্তি সঞ্চয় করছে সাইক্লোন৷ এরপর সেটি কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা৷ বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে Cyclone Remal -র ল্যান্ডফল৷ রাত বারোটা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই Severe Cyclonic Storm৷
advertisement
5/7
অন্যদিকে কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ৯০ -র বেশি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে গেলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷
advertisement
6/7
সমুদ্র উপকূলের জেলাগুলিতেও প্রবল হাওয়ার তাণ্ডব জারি থাকবে৷ সঙ্গে জারি থাকবে প্রবল বৃষ্টি৷ সব মিলিয়ে আগামী দুদিন বাংলার জেলায় জেলায় চলবে প্রবল তোলপাড়৷
advertisement
7/7
সমুদ্রের উপর যত বেশিক্ষণ থাকবে সাইক্লোন তত শক্তিবৃদ্ধি হবে আর সেইভাবেই অতি মারাত্মক শক্তিবৃদ্ধি করেই ল্যান্ডফল করবে সাইক্লোন৷ আইএমডি সাইক্লোন আপডেটে দেখা গেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইক্লোন Remal বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিমি দূরে, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ২৭০ কিমি দূরে, দিঘা থেকে ৩৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Cyclone Remal: ঝমঝম বৃষ্টি, হু হু হাওয়া, এটা শুধু ট্রেলর, কখন থেকে কলকাতায় শুরু হবে তাণ্ডব , রইল ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল