TRENDING:

দুরন্ত গতিতে ধেয়ে আসছে ফণী, আগামিকাল থেকে বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য

Last Updated:
advertisement
1/7
দুরন্ত গতিতে ধেয়ে আসছে ফণী, আগামিকাল থেকে বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য
অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফণী। অনেকটা শক্তি বাড়িয়ে ক্রমশ তা উত্তর-পশ্চিম দিকে ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। শুক্রবার সকালের মধ্যে ওড়িশায় তা আছড়ে পড়ার আশঙ্কা। বৃহস্পতিবার সকাল থেকেই অন্ধ্র-ওড়িশা উপকূলে বৃষ্টি শুরু। ফণীর দাপট সামলাতে বিভিন্ন জায়গায় নৌসেনা ও উপকূলরক্ষীবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নামানো হয়েছে সাতটি যুদ্ধজাহাজও।
advertisement
2/7
ফণীর জেরে এ রাজ্যেও ভারী বৃষ্টির সতর্কতা ৷ শুক্রবার থেকে বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য ৷ ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করা হয়েছে।
advertisement
3/7
শুক্রবার ওড়িশায় আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় উপকূল ধরে বাংলার দিকে এগোবে। তার জেরে পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। রাজ্যের আট জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
4/7
ভারী বৃষ্টির পূর্বাভাস হুগলি,দুই ২৪ পরগনায় ৷ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়াতেও ৷
advertisement
5/7
শনিবার রাজ্যে বৃষ্টি বাড়বে বলেও সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ৷
advertisement
6/7
শনিবার বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ ১৩ জেলায় ৷ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও বৃষ্টির পূর্বাভাস ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
7/7
ক্রমে শক্তি হারাতে থাকবে ঘূর্ণিঝড়। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। এরাজ্যে সরাসরি ফণী ধাক্কা না মারলেও তার প্রভাবে বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে। তাই শনিবার পর্যন্ত এরাজ্যে সতর্কতা জারি রাখল আবহাওয়া দফতর।
বাংলা খবর/ছবি/কলকাতা/
দুরন্ত গতিতে ধেয়ে আসছে ফণী, আগামিকাল থেকে বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল