Cyclone Dana Effect On Bengal: ধেয়ে আসছে দানা...অফিস টাইমে বন্ধ ফেরি চলাচল, শুনশান ঘাট, টিকিট কাউন্টার, মোটা দড়ি দিয়ে বাঁধা হল লঞ্চ, তবে কী বড়সড় দুর্যোগের আশঙ্কা?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Cyclone Dana Update: গতকাল রাত আটটায় শেষ ফেরি চলাচল করেছে। তারপর থেকেই ফাঁকা ফেরিঘাট৷ টিকিট কাউন্টারও বন্ধ রয়েছে৷
advertisement
1/7

আশঙ্কাই সত্যি হল! মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় দানা তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে৷ যাকে ঘূর্ণিঝড়ের বৈজ্ঞানিক পরিভাষায় সিভিআর সাইক্লোনিক স্টর্ম বলা হয়।
advertisement
2/7
আজ, ২৪ অক্টোবর মধ্যরাত থেকে আগামিকাল সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ‘দানা’ ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ড ফল করার প্রবল সম্ভাবনা। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময় এর গতিবেগ সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার হতে পারে।
advertisement
3/7
যার ফলে বাংলায় পূর্ব মেদিনীপুর জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এমন আশঙ্কাই করা হচ্ছে৷ তবে কলকাতাতেও এর আংশিক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে৷
advertisement
4/7
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধেতে শহরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার৷
advertisement
5/7
যার ফল পড়তে শুরু করে দিয়েছে ফেরিঘাট৷ অফিসটাইমেও সম্পূর্ণ শুনশান কর্মচঞ্চল ফেরিঘাট। আজ, ২৪ অক্টোবর এবং আগামিকাল, ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় 'দানা'র কারণে সম্পূর্ণ বন্ধ থাকবে ফেরি পরিষেবায়।
advertisement
6/7
গতকাল রাত আটটায় শেষ ফেরি চলাচল করেছে। তারপর থেকেই ফাঁকা ফেরিঘাট৷ টিকিট কাউন্টারও বন্ধ রয়েছে৷ টিকিট কাউন্টারে ভূতল পরিবহন নিগমের পক্ষ থেকে ফেরি বন্ধের বিজ্ঞপ্তি লাগানো হয়েছে।
advertisement
7/7
ঝড়ের মধ্যে যে কোনও বড়সড় দুর্ঘটনা না ঘটে গিয়ে থাকে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷