TRENDING:

Cyclone: 'মোকা' ঘিরে সতর্কতার মধ্যেই প্রকাশ্যে পরের 'ঘূর্ণিঝড়ের' নাম... শুনলেই চমকে উঠবেন বাংলার মানুষ!

Last Updated:
Cyclone: 'মোকা' নিয়ে সতর্কতা তুঙ্গে দুই বাংলায়। নামকরণ হয়ে গিয়েছে পরের সাইক্লোনের! ঝড়টির সঙ্গে বাঙালির কী যোগ জানেন? বাংলা ও বাঙালির সঙ্গে কীসের যোগ!
advertisement
1/7
'মোকা' ঘিরে সতর্কতার মধ্যেই প্রকাশ্যে পরের 'ঘূর্ণিঝড়ের' নাম! শুনলেই চমকে উঠবেন..
বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপ মোকা তীব্র গতিতে স্থলভাগে আছড়ে পড়বে। বাংলার উপকূলে রয়েছে চরম সতর্কতা। 'মোকা' নিয়ে সতর্কতা তুঙ্গে দুই বাংলায়। তবে শুধু মোকাই নয়, আমফান, ইয়াসের মতো একের পর এক ঝড় এর আগেও তাণ্ডব চালিয়েছে বাংলা জুড়ে। প্রতিটি ঝড়কে চিহ্নিত করতে এই নামকরণের নিয়ম।
advertisement
2/7
একটা নাম থাকলে সেটা নিয়ে খবরাখবর করতেও যেমন সুবিধা হয়, তেমনই সুবিধা হয় আবহাওয়া সংক্রান্ত আপডেট যথাযথ ভাবে দেওয়া। আর সাধারণ মানুষের তো বিপুল সুবিধা। একই এলাকায় পর পর দুটি ঝড় হলে সেক্ষেত্রেও দুটিকে আলাদা করতে নামকরণ খুবই জরুরি।
advertisement
3/7
সাধারণত দেখা যায় ঝড়ের এই নামগুলি হয় ছোট, শ্রুতিসুখকর, সহজে উচ্চারণ করা যায় এমন। একটি প্যানেল আছে যারা ঝড়ের নাম চূড়ান্ত করে। তবে বিভিন্ন দেশ নাম পাঠাতে পারে। নাম পাঠায়। তারপর সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
4/7
বিশ্ব জুড়ে কতগুলি 'রিজিওনাল স্পেশালাইজড মেটিওরোলজিক্যাল সেন্টার' বা 'আরএসএমসি' এবং 'ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার' বা 'টিসিডাব্লিউসি' রয়েছে। এরাই সংশ্লিষ্ট অঞ্চলের ঝড়ের নাম ঠিক করার ক্ষমতার অধিকারী।
advertisement
5/7
ভারতে নয়াদিল্লিতে যে আবহাওয়া দফতর আছে তারাই 'নর্থ ইন্ডিয়ান ওশেন রিজিয়নে', মানে, আরব সাগর বা বঙ্গোপসাগরে যে ঝড় ঘটে তার নামকরণের দায়িত্বে।
advertisement
6/7
মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে মোকার পরে আরও ৯টি ঘূর্ণিঝড়ের নাম এর মধ্যেই ঠিক হয়ে গিয়েছে। এর ঠিক পরের ঝড়টির নাম বাংলায় দেওয়া হয়েছে। দিয়েছে বাংলাদেশ। নাম 'বিপর্যয়'। তার পরের ঝড়টির নাম 'তেজ'। নাম দিয়েছে ভারত।
advertisement
7/7
 এর পরেরটি 'হামুন'। ইরানের দেওয়া নাম। তার পরেরটি মালদ্বীপের দেওয়া-- 'মিধিলি'। এর পরেরটি মায়ানমারের দেওয়া-- 'মিকাউং'। এর পরে আসছে 'রেমল', নাম দিয়েছে ওমান। তার পরেরটি পাকিস্তানের দেওয়া। নাম-- 'আসনা'। শেষ দুটি ঝড়ের নামকরণ করেছে যথাক্রমে কাতার ও সৌদি আরব। নামদুটিও দারুণ মজাদার, যথাক্রমে 'ডানা' ও 'ফেংগল'।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Cyclone: 'মোকা' ঘিরে সতর্কতার মধ্যেই প্রকাশ্যে পরের 'ঘূর্ণিঝড়ের' নাম... শুনলেই চমকে উঠবেন বাংলার মানুষ!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল