Cyclone Asani Update: গিরগিটির মতো রঙ বদলাচ্ছে, ১২৫ কিমি/ঘণ্টা গতিতে হাওয়া, লণ্ডভণ্ড হবে যে পাঁচ রাজ্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cyclone Asani Update: জেনে নিন এই মুহূর্তে সাইক্লোন অশনি ঠিক কোথায় দাঁড়িয়ে ফুঁসছে...
advertisement
1/4

এই মুহূর্তে সাইক্লোন অশনি কোথায়? দুয়ারে কড়া নাড়ছে অশনি৷ তবে এই সাইক্লোন যেভাবে ভোলবদল করছে তাতে কোন জায়গায় এর ল্যান্ডফল হবে তা নিয়ে কোনও আবহাওয়া দফতর এখনও অবধি স্পষ্ট কোনও রূপরেখা দিতে পারছে না৷ এই মুহূর্তে সাইক্লোন অশনির জন্য দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরীয় খাঁড়িতে নিম্নচাপ ক্ষেত্র ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে৷ ৭ মে রাত সাড়ে এগারোটার সময় ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছিল এই অশনি সাইক্লোন৷ যা নিকোবর দ্বীপসমূহের থেকে উত্তর পশ্চিমে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে৷ পোর্ট ব্লেয়ারের থেকে এর দূরত্ব ৩০০ কিমি দক্ষিণ পশ্চিমের দিকে৷ এখন বিশাখাপত্তনম থেকে এই সাইক্লোনের দূরত্ব ১০৬০ কিমি দক্ষিণ পূর্বের দিকে৷ ওড়িশার থেকে এর দূরত্ব ১১০০ কিলোমিটার দক্ষিণ পূর্ব৷
advertisement
2/4
হাওয়ার গতিবেগ কত হবে? এখনও অবধি এই সাইক্লোন যেভাবে রূপ বদলাচ্ছে তাতে সরাসরি ল্যান্ডফল কোনও রাজ্যেই হবে না বলেই মনে হচ্ছে৷ কিন্তু তাতেও হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় যথেষ্ট জোরালো থাকবে৷ কিন্তু ৯ মে এই সাইক্লোনের গতি ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে৷ যদি সাবধানতা অবলম্বন না করা হয় তাহলে প্রাণ ও সম্পত্তিহানির আশঙ্কা থাকবে৷ ১২ মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ৮০-৯০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে হাওয়া৷
advertisement
3/4
সাইক্লোন চলাকালীন কোথায় কোথায় বৃষ্টি হবে? উপকূলীয় ওড়িশা এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের আশপাশের ক্ষেত্রে ৮ মে থেকে বৃষ্টির গতিবিধি শুরু হয়ে যাবে৷ এরপর ১০ মে এই সব এলাকায় ভারী বৃষ্টি হবে৷ ১১-১২ মে পশ্চিমবঙ্গ, বিহার , ঝাড়খণ্ড এলাকায় প্রবল হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হবে৷ সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলিতেও বৃষ্টি হবে৷
advertisement
4/4
এই অশনি নাম দিল কোন দেশ? সাইক্লোনকে যাতে সঠিকভাবে ট্র্যাক করা যায় তারজন্য এই ঝড়কে নাম দেওয়া হয়৷ এই সাইক্লোনের নাম দিয়েছে শ্রীলঙ্কা৷