আমফানে বিপর্যস্ত কলকাতা, গাছ পড়ে বন্ধ শেক্সপিয়ার সরণি থেকে এন্টালি, আনোয়ার শাহ রোড
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ধবার ঝড় বাড়ার সঙ্গে সঙ্গেই সর্বত্রই গাছ ভেঙে পড়ার খবর আসতে থাকে
advertisement
1/6

কলকাতার মনে নেই, এরকম ঝড় কবে দেখেছে। আমফানের ভয়াল রূপ দেখল কলকাতা ও লাগোয়া হাওড়া। ১৩০ কিলোমিটারের গতি নিয়ে বয়ে গেল ঘূর্ণিঝড়।
advertisement
2/6
উত্তর থেকে দক্ষিণ...লন্ডভন্ড তিলোত্তমা। ভাঙল গাছ। বহু জায়গায় উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। রিজেন্ট পার্ক ও বেনিয়াপুকুরে ৩ জনের মৃত্যু।
advertisement
3/6
গাছ পড়ে অবরুদ্ধ রাস্তা। শেক্সপিয়ার সরণি থেকে এন্টালি, আনোয়ার শাহ রোড। বন্ধ শহরের অসংখ্য রাস্তা।
advertisement
4/6
বুধবার ঝড় বাড়ার সঙ্গে সঙ্গেই সর্বত্রই গাছ ভেঙে পড়ার খবর আসতে থাকে। কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন জায়গায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করে।
advertisement
5/6
পার্ক স্টিট, থিয়েটার রোড, সাদার্ন এভিনিউ, রেড রোড কলকাতা ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল-এর সামনে, ইডেন গার্ডেন্সের সামনে, ক্যামাক স্ট্রীট, গড়িয়াহাট, কসবা, পাইকপাড়া, টালা, বাগমারী, খিদিরপুর সর্বোচ্চ একের পর এক গাছ ভেঙে পড়ার খবর আসতে থাকে।
advertisement
6/6
ক্যামাক স্ট্রীট, বিবিডি বাগ, পাইকপাড়া এলাকায় গাছ ভেঙে পড়ে ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।