আমফানের রাতভর তাণ্ডবে ধ্বংস্তূপ কলকাতা, সকাল হতেই রাস্তা থেকে গাছ সরানো কাজ শুরু
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
১৮০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে তিনঘণ্টা ধরে তাণ্ডব। তছনছ কলকাতা
advertisement
1/5

কলকাতার মনে নেই, এরকম ঝড় কবে দেখেছে। আমফানের ভয়াল রূপ দেখল কলকাতা ও লাগোয়া হাওড়া। একশো তিরিশ কিলোমিটারের গতি নিয়ে বয়ে গেল ঘূর্ণিঝড়।
advertisement
2/5
ধ্বংসের নাম আমফান। ১৮০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে তিনঘণ্টা ধরে তাণ্ডব। তছনছ কলকাতা, দুই ২৪ পরগনা। লন্ডভন্ড মেদিনীপুরও।
advertisement
3/5
প্রবল ঝড়ে যেন ঝাপসা হয়ে গেছে চারপাশ। প্রকৃতির রোষে চারপাশ দুলছে।
advertisement
4/5
বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে গাছ, ইলেকট্রিক, টেলিফোনের তার। সকাল হতেই রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতর, দমকল কর্মীরা
advertisement
5/5
ঢাকুরিয়ায় গাছ পড়ে রাস্তা বন্ধ। জল জমে আরও বিপত্তি। দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলকাতার একাধিক এলাকা।