মহাপ্রলয় এ নয় তো কী! সকাল হতেই বোঝা গেল শহর কলকাতার 'ধ্বংসের' ছবি, দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
হাঁড় হিম করা শো শো আওয়াজের ঝড়, সঙ্গে প্রবল বৃষ্টিতে শহর কলকাতর বিভিন্ন জায়গায় ভেঙে পড়ল গাছ, কোথাও আবার ছিড়ে গেল ইলেক্ট্রিরে তার৷
advertisement
1/6

এই ছবিটি খাস কলকাতা এলাকার বৌবাজার অঞ্চলের৷ বুধবার ঝড়ে বৌবাজারের ব্যারাক বাড়ি সংলগ্ন একটি কাঠের বাড়ির টিনের চাল এভাবে উড়ে গিয়ে পড়ে পাশের বাড়িতে পড়ে ভাঙা চাল৷ ঝড় ও বৃষ্টির সঙ্গে প্রবল আওয়াজে কেঁপে ওঠেন এলাকাবাসী৷
advertisement
2/6
বুধবারের সাইক্লোনে রীতিমত বিপর্যস্ত পশ্চিমবঙ্গ৷ বাংলায় বিপুল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আর এই ক্ষতির পরিমাণ সামনে আসতে ২ থেকে ৩দিন লেগে যাবে বলে তিনি জানিয়েছেন৷
advertisement
3/6
এভাবে ভেঙে পড়ে রাস্তার হোর্ডিও৷ তাই ঝড়ের সময় এবং তার আগে ও পরে মানুষজনকে রাস্তার বেরতে নিষেধ করা হয়েছিল৷
advertisement
4/6
এমন শহরের হাল কখনও দেখেননি কেউ৷ আমফান শুরুর ঠিক আগে অন্ধকার করে আসে আকাশ৷ মনে হতে থাকে যেন মহাপ্রলয় আসছে...ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দানে ধ্বংশলীলার আগের মুহূর্তের ছবি৷
advertisement
5/6
advertisement
6/6
ভোর রাতের দিকে কিছুটা থামে বৃষ্টি৷ তবে বৃহস্পতিবার পর্যন্ত আপফানের রেশ থাকবে গোটা রাজ্যে৷ ধীরেধীরে বাংলাদেশের দিকে সরে যাবে এই বিধ্বংসী সাইক্লোন৷ এই ছবিটি এমন অভিজ্ঞতা শহরবাসীর আগে কখনও হয়নি৷