Cricket World Cup 2023: ফাইনালের সকালে মাংসের দোকানে লাইন! দাম কোথায় পৌঁছল জানেন?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
বাঙালির রবিবার মানেই এলাহি খাওয়া-দাওয়া। আর তার সঙ্গে সংযোজন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। ১২ বছর পর ফের ভারতের কাছে হাতছানি বিশ্বকাপ জেতার।
advertisement
1/6

বাঙালির রবিবার মানেই এলাহি খাওয়া-দাওয়া। আর তার সঙ্গে সংযোজন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। ১২ বছর পর ফের ভারতের কাছে হাতছানি বিশ্বকাপ জেতার। তাই সকাল থেকে প্রতিটা বাড়িতে প্রস্তুতি তুঙ্গে।
advertisement
2/6
তাই, ছুটির দিন জমজমাট করতে সকাল থেকেই ভিড় দেখা গেল মাংসের দোকানে। পুজোর পর কলকাতায় মাংসের দাম অনেকটা কমেছে।
advertisement
3/6
আজ, রবিবারের বাজারে কলকাতা ও শহরতলির বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৮০- ২০০ টাকা। তবে জেলায় এই রেট কেজিতে আরও ১০-২০ টাকা কম। গোটা মুরগির প্রতি কেজি বেশ কমই আছে।
advertisement
4/6
যদিও বাজারে চিকেনের দাম অনেকটাই কম। তবে মটনের দাম কমেনি। বাজারে কেজি প্রতি মটনের দাম রয়েছে ৭৫০-৮০০ টাকা। তবে, জেলায় ৭৪০ থেকেই শুরু হয় মটনের দাম।
advertisement
5/6
অনেক বাড়িতেই রবিবারে মাছেরও হয়। তবে, আজকের বাজরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৬০০ টাকা থেকে শুরু।
advertisement
6/6
চিংড়ির মধ্যে বাগদার প্রতি কেজিতে দাম রয়েছে ৩৫০- ৪০০ টাকা ও গলদার প্রতি কেজিতে দাম রয়েছে ৭০০ টাকা। তাই, রবিবার এলাহি খাওয়া-দাওয়ার সঙ্গে বিশ্বকাপের ফাইনালের জমে যাবে।