TRENDING:

Shatarup Ghosh Wedding|| লাল শাড়িতে পহেলিকে লুকিয়ে দেখছেন শতরূপ! বিয়ের মিষ্টি মুহূর্ত ফাঁস, দেখুন অ্যালবাম

Last Updated:
Shatarup Ghosh weeding with Paheli Saha : বিয়ের সকালে লাল ঢাকাই শাড়িতে সেজেছিলেন পহেলি সাহা। শতরূপ পরেছিলেন সাদা পাঞ্জাবি। হবু বউ বারান্দায় দাঁড়ালে, তাঁকে লুকিয়ে দেখেছেন বাগান থেকে। কথাও হয়েছে চোখে চোখ রেখে। দেখুন সেই ছবির অ্যালবাম।
advertisement
1/12
লাল শাড়িতে পহেলিকে লুকিয়ে দেখছেন শতরূপ! বিয়ের মিষ্টি মুহূর্ত ফাঁস, রইল অ্যালবাম
*সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিপিআইএম-এর যুবনেতা শতরূপ ঘোষ এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা পহেলি সাহা। তবে বিয়ের সকালের তেমন কোনও ছবি প্রকাশ্যে আসেনি। এ বারে সেই ছবি প্রকাশ্যে আসতেই, তা ভাইরাল হয়ে গিয়েছে। ছবিঃ ফেসবুক। 
advertisement
2/12
*বিয়ের সকালে লাল ঢাকাই শাড়িতে সেজেছিলেন পহেলি সাহা। শতরূপ পরেছিলেন সাদা পাঞ্জাবি। হবু বউ বারান্দায় দাঁড়ালে, তাঁকে লুকিয়ে দেখেছেন বাগান থেকে। কথাও হয়েছে চোখে চোখ রেখে। ছবি দুটি শেয়ার করেছেন শতরূপ এবং পহেলির বন্ধু স্থানীয় কেউ, তিনি দলীয় সহকর্মীও। ছবিঃ ফেসবুক। 
advertisement
3/12
*ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, "ওপরের ঝুল বারান্দায় কনে দাঁড়িয়ে...নীচে তার এক যুগের প্রেমিক...হবু পাত্র...আজ রাতের বিবাহবাসরের সাজসজ্জা দেখভাল করবার ফাঁকে/চোখে চোখে কি কথা হয়...ফটোগ্রাফার সাহেব ক্যামেরা ফিট করতেই/পাত্র লজ্জায় লাল হয়ে মাথানীচু করে ফ্রেম থেকে সরে যাওয়ার পথে...অগত্যা সেই ছবিই থাকলো...পাত্রীর ছবি তুলতে আপত্তি নেই...তাই তার ছবি আলাদা ভাবেই দিলাম..." ছবিঃ ফেসবুক। 
advertisement
4/12
*বং ক্রাশ নাকি শতরূপ। বহু তরুণীর মন ভেঙেছে তাঁর আচমকা বিয়ের খবরে। আশুতোষ কলেজে পড়াশুনা চলাকালীন নাকি পহেলির সঙ্গে পরিচয়। তবে মন দেওয়া-নেওয়া নাকি রাজনীতি ময়দানেই। প্রেম চলেছে এক যুগ। তারপরেই  প্রেমিকা পহেলি সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত। ছবিঃ ফেসবুক। 
advertisement
5/12
*কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, কেবল সইসাবুদ করেই বিয়ে সেরেছেন দু-জনে। সিপিআইএম-এর রাজনৈতিক নেতা থেকে টলিপাড়ার একাধিক মানুষ উপস্থিত ছিলেন বিয়েতে। তাঁদের বিয়েতে সই করেছেন বিমান বসু। উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, কান্তি গঙ্গোপাধ্যায়, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সস্ত্রীক সৌরভ পালোধী-সহ আরও অনেকে। ছবিঃ ফেসবুক। 
advertisement
6/12
*শতরূপ-পহেলি দু'জনেরই বন্ধু অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। বন্ধুর বিয়ের খুশির মুহূর্তের ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমে। বিয়ের আগের দিন তাঁর পোস্ট কোরা ছবি থেকেই শতরূপের বিয়ের খবর চাউর হতে শুরু করে। ছবিঃ ফেসবুক।
advertisement
7/12
*শতরূপ-পহেলির বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক অনীক দত্ত। ছবিঃ ফেসবুক। 
advertisement
8/12
*শতরূপের বিয়েতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। ছবিঃ ফেসবুক। 
advertisement
9/12
*শতরূপ -পহেলির বিয়েতে উপস্থিত ছিলে সস্ত্রীক ফুয়াদ হালিম। ছবিঃ ফেসবুক। 
advertisement
10/12
*সিপিআইএম-এর বর্ষীয়ান নেতারা উপস্থিত ছিলেন নবদম্পতিকে আশীর্বাদের জন্য। ছবিঃ ফেসবুক।
advertisement
11/12
*শতরূপের বিয়ের একাধিক ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একটি ভিডিও সামনে এসেছে, সেটি মালাবদলের। ভিডিওতে দেখা গিয়েছে মুচকি হেসে প্রেমিকা পহেলির গলায় মালা পরিয়ে দিচ্ছেন শতরূপ। শেষে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন দু'জনে। ছবিঃ ফেসবুক। 
advertisement
12/12
*শতরূপের স্ত্রী পহেলি সাহা টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ফলে তাঁদের দু'জনের শুভাকাঙ্খী প্রচুর। বিয়েতে শুভেচ্ছা জানিয়ে শেয়ার করেছেন বহু মানুষ। যাতে নিঃসন্দেহে অপ্লুত নবদম্পতি। ছবিঃ ফেসবুক।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Shatarup Ghosh Wedding|| লাল শাড়িতে পহেলিকে লুকিয়ে দেখছেন শতরূপ! বিয়ের মিষ্টি মুহূর্ত ফাঁস, দেখুন অ্যালবাম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল