Covid Vaccine for Child: কলকাতায় আজ শুরু ১২-১৪ বয়সিদের টিকাকরণ! সন্তানদের জন্য যা অবশ্যই জানুন...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Covid Vaccine for Child: এর আগে ১৫ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ হয়েছিল। করোনা সংক্রমণ অনেকটা কমে যাওযায় ফলে খুলে দেওয়া হয়েছে স্কুলও।
advertisement
1/5

আজ থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ১২ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হচ্ছে। প্রতিটি বরোতে কমপক্ষে দুটি করে স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণের কাজ চলবে। কলকাতা পুরসভার মোট ৩৪টি স্বাস্থ্যকেন্দ্রে ১২বছরের উর্ধ্বে Corbevax ভ্যাকসিন দেওয়া হবে।
advertisement
2/5
উত্তর কলকাতার হাতিবাগানে ১১ নম্বর স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ শুরু করবেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ওদিকে মেয়র ফিরহাদ হাকিম থাকবেন চেতলা গার্লস স্কুলে টিকাকরণ কেন্দ্রে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে ইতিমধ্যেই ৮৮০০০ ভ্যাকসিন পেয়েছে কলকাতা পুরসভা।
advertisement
3/5
প্রসঙ্গত, এর আগে ১৫ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ হয়েছিল। করোনা সংক্রমণ অনেকটা কমে যাওযায় ফলে খুলে দেওয়া হয়েছে স্কুলও। সেই কারণেই শিশুদের সুরক্ষিত রাখতে ধাপে ধাপে করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত একদম ছোট শিশুদের করোনা টিকাকরণ শুরু হয়নি।
advertisement
4/5
ভারতে করোনা সংক্রমণ অনেকটাই কম থাকলেও চিন, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়ছে করোনার সংক্রমণ। তবে, আশার কথা ভারতে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি। সেই কারণে করোনা বিধিনিষেধেও ছাড় দেওয়া হয়েছে প্রায় সব রাজ্যে। খুলে দেওয়া হয়েছে প্রাথমিক স্কুলও।
advertisement
5/5
এই পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার বিষয়টি বেশি করে নজরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দেশে। চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কোউইন অ্যাপে চলছে রেজিস্ট্রেশনও। প্রয়োজনে কোনও স্কুল চাইলে সেই সমস্ত স্কুলকে কলকাতা পুরসভার পক্ষ থেকে টিকা পৌঁছে দেওয়া হবে। টিকাকেন্দ্র গিয়ে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার ব্যবস্থাও থাকছে।