TRENDING:

Covid Update in Bengal: অষ্টমীতে রাজ্যের করোনা-পরিস্থিতির কী হাল? সংখ্যা থেকেই মিলছে বিপদের গন্ধ!

Last Updated:
Covid Update in Bengal: দুর্গাপুজোয় বেলাগাম ভিড় রাজ্যের করোনা বৃদ্ধির আশঙ্কা ক্রমশই বাড়ছে। যা আরও বোঝা যাচ্ছে রাজ্যের করোনা বুলেটিনে।
advertisement
1/5
অষ্টমীতে রাজ্যের করোনা-পরিস্থিতির কী হাল? সংখ্যা থেকেই মিলছে বিপদের গন্ধ!
উৎসবে মেতেছে আপামর বাঙালি। করোনার দ্বিতীয় ঢেউ পেরোনোর পর এবারের দুর্গাপুজো যেন বাঙালির কাছে হাফ ছেড়ে বাঁচার রসদ। আর সেই সূত্রেই ফের মাথাচাড়া দিয়েছে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। পুজোয় বেলাগাম ভিড় সেই আশঙ্কা ক্রমশই বাড়ছে। যা আরও বোঝা যাচ্ছে রাজ্যের করোনা বুলেটিনে।
advertisement
2/5
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সপ্তমী থেকে অষ্টমী-এই ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। এই সময়ের মধ্যে করোনার কারণে মৃত্যু হয়েছে ১১ জনের। তবে, এরই মধ্যে আশঙ্কার চিত্র দেখা দিয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে ঘিরে।
advertisement
3/5
গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২০৩ জন। অষ্টমীর দিন যা মোটেই ভালো বার্তা বয়ে আনছে না রাজ্যের জন্যে। অপরদিকে, উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন।
advertisement
4/5
কলকাতায় আবার এই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা চার। বাকি জেলাগুলিতেও ধীরে-ধীরে বাড়ছে সংক্রমণ। ফলে পুজোর পর রাজ্যের করোনা-গ্রাফের কী পরিস্থিতি দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।
advertisement
5/5
এদিকে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮২৩ জন। আর মৃত্যুর সংখ্যা ২২৬। এই সময়কালের মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার ৮৪৪ জন।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Covid Update in Bengal: অষ্টমীতে রাজ্যের করোনা-পরিস্থিতির কী হাল? সংখ্যা থেকেই মিলছে বিপদের গন্ধ!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল