TRENDING:

Covid 19 Update: রাজ্যে করোনা আক্রান্ত ৩০০০ ছুঁই ছুঁই! শীর্ষে কোন জেলা? জানুন আজকের কোভিড আপডেট

Last Updated:
Covid 19 Update: ভয় বাড়িয়ে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৮৩৪ জন। কলকাতায় ৮১৯ জন। এনিয়ে রাজ্যের মোট ৯ জেলায় দৈনিক সংক্রমণ একশোরও বেশি।
advertisement
1/4
রাজ্যে করোনা আক্রান্ত ৩০০০ ছুঁই ছুঁই!  শীর্ষে কোন জেলা? জানুন আজকের কোভিড আপডেট
ফের হু হু করে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। বেশ কিছুদিন যাবৎ রাজ্যে সংক্রমণে শীর্ষে ছিল কলকাতা। এবার ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফে কলকাতাকে ছাপিয়ে শীর্ষে উঠে এল উত্তর ২৪ পরগনা। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় (West Bengal) নতুন করে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৮৮৯ জন।
advertisement
2/4
যদিও বুধবারও একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৩০০র বেশি। বৃহস্পতিবার একদিনে কোভিডে মৃত্যু হয়েছে দুজনের। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭৮ শতাংশ। এহেন পরিসংখ্যান যথেষ্ট উৎকণ্ঠা বাড়াচ্ছে প্রশাসনের। এদিকে কোভিড বিধি মানায় শিথিলতা দেখা যাচ্ছে এখনও সাধারণ মানুষের মধ্যে। তাই চিকিৎসকদের পরামর্শ, অন্তত মাস্ক পরে সাবধানতা অবলম্বন করুন।
advertisement
3/4
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড (COVID-19)গ্রাফ অনুযায়ী, করোনামুক্ত জেলা এখনও পর্যন্ত কালিম্পং। এখানে গত কয়েকদিনেই নতুন করে সংক্রমণের খবর নেই। অন্যদিকে, ভয় বাড়িয়ে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৮৩৪ জন। কলকাতায় ৮১৯ জন। এনিয়ে রাজ্যের মোট ৯ জেলায় দৈনিক সংক্রমণ একশোরও বেশি।
advertisement
4/4
এদিকে, সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে ছোট ছোট স্তরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি স্কুলগুলিতে মাস্ক ছাড়া পড়ুয়াদের প্রবেশ নিষেধ করা হয়েছে। ‘নো মাস্ক, নো স্কুল’ নামে প্রচার শুরু হচ্ছে কোথাও কোথাও।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Covid 19 Update: রাজ্যে করোনা আক্রান্ত ৩০০০ ছুঁই ছুঁই! শীর্ষে কোন জেলা? জানুন আজকের কোভিড আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল