TRENDING:

চলছে বিধানসভা ভোট,বাসে নাকা চেক করে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার CID- র

Last Updated:
তবে এই বিপুল পরিমান অস্ত্র কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো? কাকে দেওয়ার কথা ছিল? West Bengal Assembly Election -র মধ্যে অস্ত্র উদ্ধার৷
advertisement
1/4
চলছে বিধানসভা ভোট,বাসে নাকা চেক করে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র  ও গুলি উদ্ধার 
# কলকাতা : তৃতীয় দফায় নির্বাচনের আগে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলি সহ সিআইডি হাতে ধৃত এক অস্ত্র কারবারী | সিআইডি সূত্রে খবর, ধৃতের নাম ব্রিজ কিশোর তিওয়ারি | ডানকুনি টোল প্লাজা কাছে বাসে নাকা চেকিং করার সময় সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা গ্রেফতার করে অস্ত্রসহ ওই ব্যক্তিকে | ধৃত ঝাড়খন্ড এর পালামৌয়ের বাসিন্দা | সিআইডি সূত্রে খবর , বাসের নয় নম্বর সিটে ওই অভিযুক্ত বসে ছিল | বাস এর সিটের নিচে তল্লাশি চালায় সিআইডি | উদ্ধার হয় আটটি আগ্নেয়াস্ত্র ও ২৯৭ রাউন্ড গুলি |
advertisement
2/4
এখনও বাকি ছয় দফায় ভোট বাকি | তার আগে এই বিপুল পরিমান অস্ত্র নিয়ে ডানকুনি টোল প্লাজা থেকে শহরে ঢোকার পিছনে কি কারণ রয়েছে খতিয়ে দেখছে সিআইডি | সিআইডির দাবি , বিহার থেকে ওই অস্ত্রকারবারী বিপুল পরিমান অস্ত্র এনেছিল | ওই বিপুল পরিমান অস্ত্র ভাণ্ডার যাচ্ছিল অন্যত্র কোথায় যেত কিনা খতিয়ে দেখবে সিআইডি । Photo-PTI
advertisement
3/4
কলকাতা থেকে এতো গুলি এবং এত আগ্নেয়াস্ত্র কোথায় পাচার হচ্ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কপালে ভাঁজ পড়েছে রাজ্য পুলিশের গোয়েন্দাদের| কারণ ধৃত ব্যক্তি বিভ্রান্ত করতে বাংলাদেশ এ নিয়ে যাওয়ার কথা বলছে কিনা খতিয়ে দেখবে সিআইডি | ধৃত ব্রিজ কিশোর তিওয়ারি ক্যারিয়ার হিসাবেই কাজ করে বলে জানা গিয়েছে সিআইডি সূত্রে | এর আগেও ধৃত ব্রিজ কিশোর তিন বার কলকাতায় এসেছিলো অস্ত্র নিয়ে | সেই বিষয়ে জেরা করবে সিআইডি |
advertisement
4/4
তবে এই বিপুল পরিমান অস্ত্র কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো? কাকে দেওয়ার কথা ছিল? ছয় দফা নির্বাচনের আগে এই অস্ত্র কেন নিয়ে আসা হচ্ছিল? এই অস্ত্র কারবারের ঘটনায় আর কারা জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা |Input- ARPITA HAZRA
বাংলা খবর/ছবি/কলকাতা/
চলছে বিধানসভা ভোট,বাসে নাকা চেক করে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার CID- র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল