Chinese garlic: ক্যানসারের ঝুঁকি, দেখামাত্রই বাজেয়াপ্ত চিনা রসুন! সতর্ক করে কী ভাবে চিনবেন জানাল টাস্ক ফোর্স
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Chinese garlic identification: চিনা রসুন বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। সতর্কতার অভাবে অনেকেই চিনা রসুন খাচ্ছেন। কেউ কেউ বেশি দাম দিয়েও চিনা রসুন কিনছেন। দেখামাত্রই চিনা রসুন বাজেয়াপ্ত করল সরকার।
advertisement
1/7

বাজারে রসুনের দাম ঊর্ধ্বমুখী। ৪০০ থেকে ৫০০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে দেশি রসুন। ছোট মাপের এই দেশি রসুন অনেকেই দামের কারণে কেনেন না।
advertisement
2/7
প্রায় ১০ বছর আগে এই চিনা রসুন ভারতের বাজারে নিষিদ্ধ করা হয়েছিল। তবে এখনও এই রসুন ঢুকে পড়ছে ভারতের বহু বাজারে।
advertisement
3/7
কলকাতার বড় বড় বাজার যেমন লেক মার্কেট, কোলে মার্কেট, মানিকতলা, বড়বাজারেরও দেদার বিকোচ্ছে চিনা রসুন। কিছু জায়গায় হানা দিয়ে চিনা রসুন বাজেয়াপ্তও করেন টাস্ক ফোর্সের সদস্যরা।
advertisement
4/7
চিনা রসুন বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। সতর্কতার অভাবে অনেকেই চিনা রসুন খাচ্ছেন। কেউ কেউ বেশি দাম দিয়েও চিনা রসুন কিনছেন।
advertisement
5/7
টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলেকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই রসুন সাদা, কোয়া বড় বড়। দেখতে সুন্দর হলেও শরীরের পক্ষে ক্ষতিকর।
advertisement
6/7
তিনি বলেন, “আমরা সতর্ক করেছি যে এই রসুন বেচবেন না, এটা নিষিদ্ধ এই রসুন বেচলে শাস্তি হবে। যারা বেচছিল সেখান থেকে বাজেয়াপ্ত করেছি। এতে ক্যানসার হতে পারে। আমরা নজরদারি করছি এই নিয়ে”।
advertisement
7/7
পাশাপাশি বিদেশ থেকে এই রসুন আসছে এই নিয়েও উদ্বেগ প্রকাশ করে টাস্ক ফোর্স। দেশে ঢোকা যাতে আটকানো যায় সেই নিয়ে আরও কড়া হতে হবে বলে মনে করেন রবীন্দ্রনাথ কোলে।