Chicken price in Kolkata: ২০০ পেরিয়ে ফের চড়ছে মুরগির মাংসের দাম! আশঙ্কার কথা শোনালেন ব্য়বসায়ীরা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এ দিন কলকাতার বিভিন্ন বাজারে কাটা মুরগির মাংসের দাম প্রতি কেজিতে ২২০ থেকে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
advertisement
1/5

মাঝে কয়েক দিন একটু কমেছিল মুরগির মাংসের দাম। স্বস্তি পেয়েছিল মধ্য়বিত্ত। কিন্তু সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হল না। কারণ কলকাতা সহ গোটা রাজ্য়ের বাজারেই মুরগির মাংসের দাম ফের ঊর্ধ্বমুখী।
advertisement
2/5
এ দিন কলকাতার বিভিন্ন বাজারে কাটা মুরগির মাংসের দাম প্রতি কেজিতে ২২০ থেকে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
advertisement
3/5
মাঝে কিছু দিন মুরগির মাংসের দাম ২০০ টাকা বা তার নীচেও নেমে গিয়েছিল। শহরআতলি বা জেলার বিভিন্ন বাজারে ১৮০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছিল মুরগির মাংস।
advertisement
4/5
বিক্রেতারা বলছেন, আজ কলকাতায় প্রতিটি মুরগির পাইকারি দাম ১২৮ টাকায় পৌঁছে গিয়েছে। তাই দামে এতটা বৃদ্ধি।
advertisement
5/5
বিক্রেতারা মনে করছেন, এখনই মুরগির মাংসের দাম কমার কোনও সম্ভাবনা নেই। কারণ সামনে পিকনিকের মরশুম। তার পরে জানুয়ারি মাসে বিয়ের তারিখও রয়েছে। ফলে গোটা জানুয়ারি মাসই মুরগির মাংসের দাম চড়া থাকার সম্ভাবনাই বেশি।