Chicken Price Drops: এক লাফে ২০০-র নীচে চিকেন...! হু হু করে পড়ছে ইলিশের রেট! মটন কত আজ? চমকে দিল রবিবারের বাজারদর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Chicken Price Drops: রবিবার মানেই মহাভোজ। থলিভর্তি বাজার না করতে পারলে এই একটা দিন যেন চলেই না বাঙালির। একদিকে যেমন রবিবারের ছুটির দিনে মটন চিকেন খাওয়ার দিকে ঝোঁক থাকে বাচ্চা থেকে বুড়োর তেমনই ছুটির দিনে পছন্দের মাছ নিয়ে বাজার থেকে ফিরতে ভালবাসেন সকলেই।
advertisement
1/12

রবিবার মানেই মহাভোজ। থলিভর্তি বাজার না করতে পারলে এই একটা দিন যেন চলেই না বাঙালির। একদিকে যেমন রবিবারের ছুটির দিনে মটন চিকেন খাওয়ার দিকে ঝোঁক থাকে বাচ্চা থেকে বুড়োর তেমনই ছুটির দিনে পছন্দের মাছ নিয়ে বাজার থেকে ফিরতে ভালবাসেন সকলেই।
advertisement
2/12
তবে আজ ফেব্রুয়ারির শুরুতেই বড় চমক দিল বাজার দর। সরস্বতী পুজোর আগে আজ কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাগুলির বাজার গুলিতে শাক সবজি থেকে শুরু করে মাছ, মাংস ডিমের দাম কত সে সম্পর্কে কোনও ধারণা আছে?
advertisement
3/12
স্থানীয় বাজার ঘুরে দেখা যাচ্ছে, আপনিও যদি আজকে মুরগির মাংস খাবার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি ভালো সুখবর।
advertisement
4/12
আপনি জানলে খুশি হবেন, রবিবারের বাজারে কলকাতায় চিকেনের প্রতি কেজির দাম রয়েছে ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। দেশি মুরগির প্রতি কেজির দাম রয়েছে ৩৫০-৪০০ টাকা।
advertisement
5/12
তবে শহরতলিতে দাম তুলনামূলক কম। আপনি জানলে লাফাবেন, ১৬০, ১৭০ টাকাতেও মিলছে চিকেন।
advertisement
6/12
মুরগির মাংসের দাম কম থাকলেও খাসির মাংস কিনতে গিয়ে কিন্তু হাতে লাগবে ছ্যাঁকা। কিছু কিছু জায়গায় খাসির মাংস বিকোচ্ছে ৭৭০ থেকে ৮০০ টাকায়।
advertisement
7/12
এ তো গেল মাংস। মাছের দর কী বলছে? দেখা গেল রুই, কাতলা তো রয়েছেই, পাশাপাশি বাজারে দেদার মিলছে ইলিশ মাছ। আপনিও কি ইলিশ মাছ খাবেন ভাবছেন? তাহলে দাম জেনে নিন।
advertisement
8/12
বাজার সূত্রে খবর, প্রতি কেজি ইলিশের দাম রয়েছে ৮০০ থেকে ১৫০০ টাকা। আকার অনুযায়ী নির্ভর করছে ইলিশের দাম। কই মাছের প্রতি কেজির দাম রয়েছে ৩৫০- ৪৫০ টাকা।
advertisement
9/12
এছাড়াও, রুই মাছের প্রতি কেজির দাম রয়েছে ২০০ টাকা। কাতলার প্রতি কেজির দাম রয়েছে ৪০০ টাকা। আবার ছোট মাছের বাজারও ভালই। ট্যাংরা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০ টাকা। তেলাপিয়া মাছের প্রতি কেজির দাম যাচ্ছে ২০০ টাকা।
advertisement
10/12
এবার নজর দেওয়া যাক শাক সবজির দামের দিকে।টমেটো প্রতি কেজি ৩০ টাকা। বেগুন ৩০-৪০ টাকা কেজি।
advertisement
11/12
১৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। চন্দ্রমুখীর ২৫ টাকা প্রতি কেজি।ফুলকপির দাম প্রতি পিস ২০ টাকা। বাঁধাকপি ২৫-৩০ টাকা কেজি।
advertisement
12/12
উচ্ছে, করলা ৪০ টাকা প্রতি কেজি।রসুন প্রতি কেজি ৫০০ টাকা। গাজর ৩০ টাকা কেজি। শশার ৩০ টাকা।