TRENDING:

Vaccination in West Bengal: পুজোর মধ্যেই বড় খবর, বাংলার ভ্যাকসিন নিয়ে এই বিষয়টি আপনি জানেন তো?

Last Updated:
Vaccination in West Bengal: ইতিমধ্যেই প্রায় কয়েক লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছেছে রাজ্যে। বাকি ভ্যাকসিন দুর্গাপুজো মিটলেই রাজ্যে এসে পৌঁছবে।
advertisement
1/5
পুজোর মধ্যেই বড় খবর, বাংলার ভ্যাকসিন নিয়ে এই বিষয়টি আপনি জানেন তো?
পুজোর মরসুমে ভ্যাকসিন নিয়ে সুখবর। চলতি মাসে দেড় কোটিরও বেশি ভ্যাকসিন আসছে রাজ্যে। পুজোর মরশুমে এখনও পর্যন্ত রাজ্যে সাম্প্রতিক সময়ে সবথেকে ভ্যাকসিন পাঠাচ্ছে কেন্দ্র।
advertisement
2/5
ইতিমধ্যেই প্রায় কয়েক লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছেছে রাজ্যে। বাকি ভ্যাকসিন দুর্গাপুজো মিটলেই রাজ্যে এসে পৌঁছবে। ইতিমধ্যেই শহর ও শহরতলির বেশিরভাগ মানুষ ভ্যাকসিন পেয়েছে। মূলত এই ভ্যাকসিন গ্রাম অঞ্চলে বেশি পাঠানো হবে বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
advertisement
3/5
প্রসঙ্গত, পুজোর আগেই প্রত্যেকটি জেলায় ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করতে নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। এরই মধ্যে আরও চলতি মাসেই আরও দেড় কোটি ভ্যাকসিন দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
4/5
কিন্তু পুজোর মধ্যেই যেভাবে পথেঘাটে ভিড় দেখা দিয়েছে, সেই অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই সেই বিষয়টিও ভাবাচ্ছে স্বাস্থ্যকর্তা থেকে বিশেষজ্ঞদের সকলকেই।
advertisement
5/5
করোনার এই আবহেই ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো মারণ জ্বরের প্রকোপ যথেষ্ট বেশি দেওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। তাই এই সময় একেবারেই নিয়ম ভাঙতে নিষেধ করছেন চিকিৎসকরা। নতুন ভাইরাসের অনুপ্রবেশ কিন্তু জীবনে নানান সমস্যা শুরু করতে পারে, ইতিমধ্যেই এই বার্তা দিয়েছেন তাঁরা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Vaccination in West Bengal: পুজোর মধ্যেই বড় খবর, বাংলার ভ্যাকসিন নিয়ে এই বিষয়টি আপনি জানেন তো?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল