TRENDING:

CBI-RG Kar Case: আরজি কর কাণ্ডে এবার বিরাট মোড়! কাকে জেরা করবে সিবিআই! 'দফতরের প্রধান' কে?

Last Updated:
CBI-RG Kar Case: আরজি কর কাণ্ড নিয়ে সঞ্জয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 'সঞ্জয় রায় দাবার বোড়ে। আরজি করের ঘটনায় যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে সঞ্জয় রায়ের বক্তব্য সেটাই প্রমাণ করছে।''
advertisement
1/8
আরজি কর কাণ্ডে এবার বিরাট মোড়! কাকে জেরা করবে সিবিআই! 'দফতরের প্রধান' কে?
আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় দাবি করেছিল, সে ধর্ষণ ও খুন করেনি। বরং তাকে 'ডিপার্টমেন্ট' ও সরকার ফাঁসাচ্ছে বলে অভিযোগ করেছিল। এই আবহে এবার 'দফতরের প্রধান'কে জেরা করার দাবি তুলেছেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
advertisement
2/8
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, 'অভিযুক্ত আজ বলেছে, সে খুন ধর্ষণ করেনি। ডিপার্টমেন্ট তাকে মুখ বন্ধ রাখতে বলেছে। ডিপার্টমেন্টের প্রধান কে? সিবিআই দু'শ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। স্বচ্ছ তদন্তের স্বার্থে আরও একজন, অর্থাৎ ডিপার্টমেন্টের প্রধানকে জিজ্ঞাসাবাদ করবে না কেন? নাকি সেটিংয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে না?'
advertisement
3/8
এদিকে, আরজি কর কাণ্ড নিয়ে সঞ্জয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 'সঞ্জয় রায় দাবার বোড়ে। আরজি করের ঘটনায় যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে সঞ্জয় রায়ের বক্তব্য সেটাই প্রমাণ করছে। যতই দূরবৃত্ত সে হোক না কেন এই রকমভাবে খুন করতে পারে না। মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনার পর মন্তব্য করেছিলেন সকাল থেকে তিনি মনিটর করছেন সারারাত ঘুমাতে পারেননি। কী মনিটর করেছেন? কীভাবে দেহ লোপাট করা যায়? সিবিআইয়ের তদন্তে এগুলো আসা উচিৎ। আসল লোকেরা পর্দার আড়ালে রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। সিবিআই-এর তদন্তে এই বিষয়গুলো আসা দরকার। প্রথম দিন থেকেই বলছি, এটা একটা বড় ষড়যন্ত্র।''
advertisement
4/8
বিকাশের সংযোজন, ''সঞ্জয় একজন সিভিক ভলান্টিয়ার হয়ে হাসপাতালের ভিতরে একজন চিকিৎসককে ধর্ষণ করবে, এটা ভাবা যায় না। হাসপাতালের ভিতরে একজন চিকিৎসককে একজন সিভিক ভলেন্টিয়ার এই রকম ভাবে হত্যা করবে, বিষয়টা আমার কাছে বিশ্বাসযোগ্য হয়নি। আজকে সেটা সত্য প্রমাণিত হল।'
advertisement
5/8
এদিকে, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় যে বায়োলজিক্যাল তথ্যপ্রমাণ মিলেছে, তারই ভিত্তিতে সঞ্জয় রাইকে অভিযুক্ত বলা হয়েছে৷ সোমবার শিয়ালদহ আদালতে এমনই দাবি করেছে সিবিআই৷
advertisement
6/8
সঞ্জয় যে একাই এই নারকীয় হত্যাকাণ্ডে যুক্ত তা তারা চার্জশিটে কোথাও বলেনি বলেও বিচারককে জানিয়েছেন সিবিআই-এর আইনজীবী৷ তিনি বলেন, ‘সঞ্জয়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছে, তার ওপর ভিত্তি করে চার্জশিট দেওয়া হয়েছে । তার মানে এই নয় যে এখানেই তদন্ত শেষ হয়েছে। সঞ্জয় যে একা, এটা আমার চার্জশিটে বলিনি। এটার জন্যই তদন্ত চলছে।’
advertisement
7/8
আরজি কর কাণ্ডে সঞ্জয় একা অভিযুক্ত কি না, তা নিয়েই প্রথম থেকে বিতর্ক চলছে৷ কলকাতা পুলিশের পর সিবিআই তদন্তেও এখনও পর্যন্ত এই ঘটনায় সঞ্জয় একা অভিযুক্ত বলেই এতদিন দাবি করা হয়েছে৷ তবে ধর্ষণ এবং খুনের ঘটনায় অন্য কেউ যুক্ত কি না, সেই খোঁজ যে এখনও চলছে, আদালতে সিবিআই-এর বক্তব্যে তা স্পষ্ট হয়ে গিয়েছে৷
advertisement
8/8
সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে আদালতে৷ যদিও আদালতের বাইরে এই প্রথম বার মুখ খুলে সঞ্জয় দাবি করেছেন, তাঁকে এই মামলায় ফাঁসানো হচ্ছে৷ পুলিশের থেকে তাঁকে মুখ বন্ধ রাখতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন সঞ্জয়৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
CBI-RG Kar Case: আরজি কর কাণ্ডে এবার বিরাট মোড়! কাকে জেরা করবে সিবিআই! 'দফতরের প্রধান' কে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল