CBI-RG Kar Case: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! রাজ্যকে চিঠি সিবিআইয়ের, উল্লেখ দুটি নাম! কারা তারা? তোলপাড় পড়ে গেল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
CBI-RG Kar Case: দুর্নীতিতে একাধিক চিকিৎসক সহ একাধিক ব্যক্তির যোগ রয়েছে, রাজ্যকে পাঠানো চিঠিতে এমনই উল্লেখ করল সিবিআই।
advertisement
1/7

আরজি কর কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। আরজি কর দুর্নীতি নিয়ে রাজ্য স্বাস্থ্য এবার দফতরকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
advertisement
2/7
আর্থিক দুর্নীতিতে চিকিৎসক দেবাশিস সোম জড়িত, এমনই তথ্য প্রমাণ হাতে এসেছে সিবিআইয়ের, তা জানিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
3/7
দুর্নীতিতে একাধিক চিকিৎসক সহ একাধিক ব্যক্তির যোগ রয়েছে, রাজ্যকে পাঠানো চিঠিতে এমনই উল্লেখ করল সিবিআই। সেই চিঠি স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে।
advertisement
4/7
চিঠিতে ডাক্তার সুজাতা ঘোষ, Associate Professor, Dept of Anaesthesiology ও ডাক্তার দেবাশিস সোম, Demonstrator, Dept of FSM-এর নাম উল্লেখ করা হয়েছে বলে খবর। দুর্নীতিতে এদের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে সিবিআই।
advertisement
5/7
একইসঙ্গে থ্রেট কালচারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করুক স্বাস্থ্য দফতর, চিঠিতে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
advertisement
6/7
এদিকে, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের স্টাফ ও আধিকারিক মিলিয়ে ৫ জনকে তলব করল সিবিআই। তাঁদের নিজাম প্যালেসে তলব করা হয়। নথি নিয়ে ৫ জনই হাজির হন সিবিআই দফতরে।
advertisement
7/7
অপরদিকে, আরজি করের দুর্নীতি মামলার তদন্তে আবারও ইডির জেরার মুখে সন্দীপ ঘোষ। মঙ্গলবার আরজি কর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় ইডির একটি দল।