Brain Eating Amoeba: মহালয়ায় গঙ্গায় তর্পণ করার ভিড়! জল থেকে শরীরে প্রবেশ করতে পারে কী মস্তিষ্ক খেকো অ্যামিবা? কী বলছেন চিকিত্সক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Brain Eating Amoeba: অ্যামিবা সংক্রমণ নিয়ে সংক্রামক রোগ বিশেষজ্ঞ এসএসকেএমের হাসপাতালের চিকিত্সক যোগীরাজ রায় সব ধোঁয়াশা দূর করলেন।
advertisement
1/7

মস্তিস্ক খেকো অ‍্যামিবা নিয়ে ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে রাজ‍্যে। এই ভয়ঙ্কর অ‍্যামিবা জলজ জীবাণু। তাই জল থেকেই ছড়াতে পারে প্রবেশ করতে পারে দেহে। অ‍ন‍্যদিকে আগামীকালই মহালয়া। মহালয়ার দিন নদী, পুকুরে নেমে তর্পণ করবেন প্রচুর মানুষ। তর্পণ করার বা জলে নামার ক্ষেত্রে কী কোনও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত? নদী বা জলাশয়ের জল থেকেও কী শরীরে প্রবেশ করতে পারে এই অ‍্যামিবা? কী বলছেন চিকিত্‍সক?
advertisement
2/7
অ্যামিবা সংক্রমণ নিয়ে সংক্রামক রোগ বিশেষজ্ঞ এসএসকেএমের হাসপাতালের চিকিত্‍সক যোগীরাজ রায় সব ধোঁয়াশা দূর করলেন। তিনি বিশদে জানালেন এ ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে কয়েকটি সাবধানতার বার্তাও দিলেন তিনি।
advertisement
3/7
তিনি জানালেন, ‘‘দু'বছরে এরাজ্যে ৩৫-৪০ জন ব্রেন ইটিং অ‍্যামিবা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়়া গিয়েছে। কেরলে জনস্বাস্থ্য নিয়ে যেভাবে প্রচার হয় এটা নিয়ে দেশজুড়ে একটা হাইপ তৈরি হয়। আগে যেখানে ৯০ শতাংশ মানুষ মারা যেত সেখানে এখন অনেকটাই কমিয়েছি আমরা, প্রায় ৩০% হয়েছে।’’ প্রতীকী ছবি, সৌজন্যে- এপি৷
advertisement
4/7
তিনি আরও জানালেন, ‘‘অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস এর প্রায় ১০০ টা কেসেও এই রোগ পাবেন না। ৩০০ টা কেসে এধরনের একটা কেস পাওয়া যেতে পারে।’’
advertisement
5/7
মহালয়া এবং তর্পণ করার ক্ষেত্রে কী জলে নামার কোনও সতর্কতা রয়েছে? তিনি এ প্রসঙ্গে জানালেন, ‘‘জলে নামার যে হিস্ট্রির কথা এক্ষেত্রে বলা হচ্ছে, আমরা যেমন রোগী পেয়েছি , তার সঙ্গে এই হিস্ট্রিও ম্যাচ করছেনা।’’
advertisement
6/7
রোগের লক্ষণ সম্পর্কে তিনি জানালেন, ‘‘মাথা ব্যথা, জ্বর, খিচুনি, স্নায়বিক সমস্যা। এগুলো মেনিনগোএনসেফালাইটিসের লক্ষণ। মাইক্রোবায়োলজিস্টরা এদের স্নায়ুরস ভালভাবে পরীক্ষা করলেই বুঝতে পারেন অ্যামিবার উপস্থিতি। ভয় পাওয়ার মতো কোনও কিছুই হয়নি। সরকারি তরফে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মানুষকে ঘাবড়ে দেওয়া আমাদের একেবারেই উদ্দেশ্য নয়।’’
advertisement
7/7
সতর্কবার্তা হিসিবে চিকিত্‍সক বলেন, ‘‘নাকে ক্লিপ ব্যবহার করতে পারে, ডাইভিংয়ে যে ক্লিপ ব্যবহার করা হয়৷ নাক বন্ধ রাখুন, নাক পরিষ্কার জন্য ফোটানো জল ব্যবহার করুন৷’’