Calcutta High Court: SSKM হাসপাতালে 'ফেল', মুম্বই AIIMS-এ 'পাশ'! প্রশান্ত মণ্ডলের মামলায় হাইকোর্টের মন্তব্য, 'এসএসকেএম কি সবার উপরে?'
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: পোলিও রোগে দুই হাতের ক্ষমতা অসম্পূর্ণ। সাড়ে ৩ আঙুলে দিয়েছেন উচ্চমাধ্যমিক, নিট।
advertisement
1/7

কলকাতা: SSKM হাসপাতালে 'ফেল', মুম্বই AIIMS-এ 'পাশ'। সাড়ে তিন আঙুলে ডাক্তারি পড়তে ছাড়পত্র। মালদহের প্রশান্ত মণ্ডলকে অসমাপ্ত 'হাতেই' ডাক্তারি পড়ার ছাড়পত্র। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে পেলেন ছাড়পত্র।
advertisement
2/7
পোলিও রোগে দুই হাতের ক্ষমতা অসম্পূর্ণ। সাড়ে ৩ আঙুলে দিয়েছেন উচ্চমাধ্যমিক, নিট। ওই আঙুলে ছুরি, কাঁচি ধরবে কীভাবে? SSKM শারীরিক অক্ষমতার মূল্যায়ন করে জানায়, ডাক্তারি পড়ার জন্য উপযুক্ত নয় মালদহ বৈষ্ণবনগরের প্রশান্ত মণ্ডল। ছোট থেকে দেখা স্বপ্ন হারিয়ে যেতে বসে।
advertisement
3/7
মনের জোরে পরীক্ষা দিয়ে নিটে All India Rank করে 161404 আর PwBD (person with benchmark disability) rank 3627। তবে মেডিক্যালে পড়ার জন্য ভেরিফিকেশন দরজা খুলছিল না।
advertisement
4/7
SSKM হাসপাতালেরর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে প্রশান্ত। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, দ্বিতীয়বার শারীরিক অক্ষমতা মূল্যায়নের। মুম্বই AIIMS-কে রিপোর্ট পেশের নির্দেশ দেয় আদালত।
advertisement
5/7
বুধবার রিপোর্ট দেয় মুম্বই AIIMS। রিপোর্টে জানায়, প্রশান্তের অসম্পূর্ণ হাত এবং সাড়ে ৩ আঙুলে ডাক্তারি পড়ায় কোনও বাধা হবে না। বিচারপতি বিশ্বজিৎ বসু বিশেষ সংরক্ষণের (PWBD) সুযোগ দিয়ে প্রশান্তকে ডাক্তারি পড়ার ভেরিফিকেশনে বসার নির্দেশ দেয়।
advertisement
6/7
বিচারপতি বসুর মন্তব্য, ''এর আগেও একজনের ক্ষেত্রে SSKM ছাড়পত্র দেয়নি। সেই বার দিল্লির হাসপাতাল ছাড়পত্র দেয়। আর এবার মুম্বই AIIMS ছাড়পত্র দিল প্রশান্তকে। এসএসকেএম হাসপাতালের সঙ্গে এমন দ্বিমত হচ্ছে কেন। এসএসকেএম কি সবার থেকে ওপরে?'
advertisement
7/7
সম্প্রতি পুরুলিয়ার চন্দন মাঝির আবেদন ফেরায় এসএসকেএম। ছোটবেলায় দুর্ঘটনায় শরীরের নিচের অংশ অসাড় হয়ে যায় তার। সারাজীবনের সঙ্গী এখন তার হুইল চেয়ার। তাকেও ডাক্তারি পড়ার উপযোগী বলে দিল্লির হাসপাতাল।