TRENDING:

ওবিসি মামলায় একদিকে সুপ্রিম কোর্টের রাজ্যের সওয়াল, অন্যদিকে হাইকোর্টে ঘটল বড় ঘটনা! ঝুলেই রইল নিয়োগ, কলেজে ভর্তি নিয়ে জটিলতা

Last Updated:
Calcutta High Court: ওবিসি মামলায় ৩১ অগাস্ট পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
advertisement
1/10
ওবিসি মামলায় একদিকে সুপ্রিম কোর্টের রাজ্যের সওয়াল, অন্যদিকে হাইকোর্টে ঘটল বড় ঘটনা!
কলকাতা: রাজ্যে OBC নতুন তালিকার ওপর ফের স্থগিতাদেশ। স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। ৫ অগাস্ট পর্যন্ত নতুন তালিকার ওপর স্থগিতাদেশ। জানাল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।
advertisement
2/10
সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে রাজ্যের মামলা রয়েছে। তাই আদালত অবমাননার শুনানিও পিছোল হাইকোর্টে। ৫ অগাস্ট দুপুর দুটোয় পরবর্তী শুনানি।
advertisement
3/10
নতুন নিয়োগ, কলেজে ভর্তি, মেডিক্যালে ভর্তি সহ একাধিক বিষয়ে জটিলতা ঝুলেই রইল। ৩১ অগাস্ট পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ৫ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি।
advertisement
4/10
এদিকে, ওবিসি মামলা ফের সর্বোচ্চ আদালতে মেনশন করলেন আইনজীবী কপিল সিব্বাল। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
advertisement
5/10
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাইয়ের কাছে বৃহস্পতিবার মামলাটি দ্রুত শুনানির আবেদন জানানো হয়। মামলা করার অনুমতি দেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।
advertisement
6/10
বৃহস্পতিবার কপিল সিব্বাল আদালতে বলেন, ''আমরা এই বিষয়টি আগেও তুলেছিলাম। পরে আমরা তা প্রত্যাহার করি। আমরা কলকাতা হাইকোর্টের রায় অনুসরণ করে সাব-ক্লাসিফিকেশন করেছি। এরপর আবার একটি রিট দায়ের হয় হাইকোর্টে, যেখানে হাইকোর্টকে আইন প্রণয়নের জন্য বলা হয়! এটা কীভাবে সম্ভব? আমরা আপিল দায়ের করেছি। এখন হাইকোর্ট আমাদের বিরুদ্ধে কনটেম্পট (অবমাননা মামলা) তালিকাভুক্ত করেছে!'' প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, ''আমরা এটি আগামী সপ্তাহে তালিকাভুক্ত করব।''
advertisement
7/10
প্রসঙ্গত, জুন মাসে OBC-র নতুন তালিকা-সহ ওই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য, সেগুলির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
8/10
রাজ্য পোর্টাল চালু করে সমস্ত দফতরে কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার আবেদন করতে বলেছিল। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশের উপরেও স্থগিতাদেশ দেয়।
advertisement
9/10
উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে যাঁদের ওবিসি-তে নথিভুক্ত করা হয়েছে, তাঁদের শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত ছিল তাদের শংসাপত্র গ্রাহ্য হবে চাকরির নিয়োগ কিংবা কলেজে ভর্তিতে। বাকিদের সার্টিফিকেট গ্রাহ্য না হওয়ার কারণে অসুবিধায় পড়েছেন বড় সংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
advertisement
10/10
ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় মামলাকারীদের দাবি ছিল, সঠিকভাবে সমীক্ষা করে ওবিসি তালিকার নাম নথিভুক্ত হয়নি। জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রেখে তালিকা তৈরি হয়েছিল। অন্যদিকে, আদালতের নির্দেশ ছিল সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে ভিন্ন রাজ্যের সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ওবিসি মামলায় একদিকে সুপ্রিম কোর্টের রাজ্যের সওয়াল, অন্যদিকে হাইকোর্টে ঘটল বড় ঘটনা! ঝুলেই রইল নিয়োগ, কলেজে ভর্তি নিয়ে জটিলতা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল